#মুম্বই: মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসা চলতি বছরের শেষ পর্যন্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চলতি বছরের শেষ পর্যন্ত H-1B, এইচ ৪, L1 এবং J1 ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস৷ ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই ভারতীয় শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় মাপের পতন ঘটল৷ সবচেয়ে খারাপ অবস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS-এর৷ এছাড়াও শেয়ারদরে বড় মাপের পতন হয়েছে উইপ্রো, ইনফোসিস, এইচসিএল-এর মতো সংস্থাগুলিরও৷
আরও পড়ুন: ভারতের জন্য বড় ধাক্কা! H1-B ভিসা স্থগিত করল ট্রাম্প প্রশাসন
সোমবার ভারতীয় সময় গভীর রাতে হঠাত্ ভিসা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে হোয়াইট হাউস৷ মঙ্গলবার বাজার খুলতেই পতন শুরু হয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির৷ টিসিএস-এর শেয়ার ১১.১৫ শতাংশ পড়ে যায়৷ সবচেয়ে খারাপ অবস্থা এই সংস্থার৷ ইনফোসিস শুরুই করে ৫ শতাংশ নেগেটিভে৷ সব মিলিয়ে নিফটি-তে আইটি ইনডেক্স ০.১৬ শতাংশ কমে দাঁড়ায় ১৪ হাজার ৪৪০ পয়েন্ট৷
ট্রাম্প জানিয়েছেন, ভিসা বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়া শুরু হবে ২৪ জুন থেকে৷ ২০২০ সালের শেষ পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে৷ হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত৷ কারণ ৮৫ হাজার ভিসার মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের জন্য ইস্যু করা হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি H1-B ও L1 ভিসায় ভারতীয় কর্মীদের নিয়োগ করে বরাবরই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, H1-B Visa, IT Stock