#নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রথম মেটাল ক্রেডিট কার্ড জারি করল IndusInd ব্যাঙ্ক ৷ কার্ডটি PIONEER Heritage এর নামে লঞ্চ করা হয়েছে ৷ গ্রাহকরা এই কার্ডের সাহায্যে ট্রাভেল, ওয়েলনেস, লাইফস্টাইল-সহ একাধিক সুবিধা পেয়ে থাকবেন ৷ প্রোফেশনালস ও এন্টারপ্রেনারদের কথা মাথায় রেখে কার্ডটি লঞ্চ করা হয়েছে ৷ কার্ডটি World Elite প্ল্যাটফর্মের অংশ ৷
আল্ট্রা হাই নেটওয়ার্ক সেগমেন্টের গ্রাহকদের দরকারের কথা মাথায় রেখে এই ক্রেডিট কার্ডটি তৈরি করা হয়েছে ৷
দেখে নিন Pioneer Heritage Credit Card-এর ফিচার্স
>>এই কার্ডে ২.৫ কোটির পার্সোনাল এয়ার অ্যাক্সিডেন্ট কভার মিলবে >>লেট পেমেন্ট চার্জ, ক্যাশ অ্যাডভান্স ফি ও ওভার লিমিট লাইফটাইম ফ্রি মিলবে >>বিমানবন্দরের লাউঞ্জে আনলিমিটেড ফ্রি এন্ট্রি মিলবে >>ব্যাগেজ হারিয়ে গেলে ১ লক্ষ টাকা পর্যন্ত কভার মিলবে >>ট্রাভেল ডকুমেন্ট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ৭৫ হাজার টাকার বিমা কভার মিলবে >>কার্ডের ক্রেডিট লিমিটের হিসেবে ইনস্যুরেন্স কভার মিলবে >>বছরে ১০ লক্ষ টাকার বেশি খরচা করলে ফি দিতে হবে না
আপনি এই কার্ডের জন্য আবেদন করলে আপনাকে এই ব্যাঙ্কের Pioneer ভিজিট করতে হবে৷ এছাড়া আপনি আপনার রিলেশনসিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷
ক্রেডিট কার্ড সংক্রান্ত আরও তথ্য জানার জন্য https://bank.indusind.com/pioneer/personal-banking/cards/pioneer-heritgae-credit-card.html এই ওয়েবসাইটে যেতে হবে ৷