• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • বিমানের টিকিট শুরু মাত্র ৮৯৯ টাকায় ! Indigo-র দুর্দান্ত ‘নিউ ইয়ার ফ্ল্যাশ সেল’

বিমানের টিকিট শুরু মাত্র ৮৯৯ টাকায় ! Indigo-র দুর্দান্ত ‘নিউ ইয়ার ফ্ল্যাশ সেল’

ডোমেস্টিক রুটে বিমান ভাড়া শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায় ৷ আর ইন্টারন্যাশনাল রুটের টিকিট শুরু মাত্র ২৯৯৯ টাকা থেকে ৷

ডোমেস্টিক রুটে বিমান ভাড়া শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায় ৷ আর ইন্টারন্যাশনাল রুটের টিকিট শুরু মাত্র ২৯৯৯ টাকা থেকে ৷

ডোমেস্টিক রুটে বিমান ভাড়া শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায় ৷ আর ইন্টারন্যাশনাল রুটের টিকিট শুরু মাত্র ২৯৯৯ টাকা থেকে ৷

 • Share this:

  #কলকাতা: বছর শেষ হতে চলল ৷ আর এই সময় বা নতুন বছরের শুরুতে বেড়াতে যেতে সবারই ইচ্ছে করে ৷ অফিসে ছুটি যদি ‘অ্যাপ্রুফড’ হয়ে যায় ৷ তাহলে আর সমস্যা কোথায় ! সমস্যা সেখানেও আছে ৷ কারণ কোথাও যাওয়া মানেই প্রচুর খরচ ৷ বিশেষ করে বিমানের টিকিট ৷ কিন্তু ভ্রমণপিপাসুদের জন্য সুখবর ৷ ইন্ডিগো শুরু করেছে তাদের ‘নিউ ইয়ার ফ্ল্যাশ সেল’ ৷

  যেখানে ডোমেস্টিক রুটে বিমান ভাড়া শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায় ৷ আর ইন্টারন্যাশনাল রুটের টিকিট শুরু মাত্র ২৯৯৯ টাকা থেকে ৷ লাগছে না কোনও Convenience Fee-ও ৷ গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেল ৷ চলবে আগামিকাল, ২৬ ডিসেম্বর পর্যন্ত ৷ টিকিটের বুকিং পিরিয়ড ১৫ জানুয়ারি ২০২০ থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত ৷ তবে Convenience Fee থেকে ছাড় পেতে যাত্রীদের টিকিট বুকিং করতে হবে শুধুমাত্র ইন্ডিগোর অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকেই ৷ থাকছে অতিরিক্ত কিছু ়ডিসকাউন্টের সুবিধাও ৷

   indigo-1577172323

  Published by:Siddhartha Sarkar
  First published: