নয়াদিল্লি: অলিম্পিকে সোনা ! তাও আবার অ্যাথলেটিক্সে ৷ নীরজকে নিয়ে পদক জয়ের আশা প্রত্যেকেই করেছিলেন ৷ কিন্তু তাই বলে বিশ্বের সব সেরা জ্যাভলিন থ্রোয়ারদের হারিয়ে অলিম্পিকে ‘সেরার সেরা’ হবেন হরিয়ানার ছেলে, তা কেউ হয়তো কল্পনাও করতে পারেননি৷ টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে সেই অসম্ভব কাজকেই সম্ভব করেছেন নীরজ চোপড়া ৷ এখন তাই শুধু সেলিব্রেশনের সময় ৷
নীরজের এই কীর্তিতে উপহার হিসেবে তাঁকে আগামী একবছরের জন্য বিনামূল্যে আনলিমিটেড বিমানে ভ্রমণের সুযোগ করে দিল ইন্ডিগো ৷ অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া আগামী ৭ অগাস্ট ২০২২ পর্যন্ত যে কোনও ডেস্টিনেশনে যতবার খুশি ইন্ডিগোর বিমানে চড়ার সুবিধা নিতে পারবেন ৷
Our humble felicitation offer for @Neeraj_chopra1 from @IndiGo6E. And as our CEO Rono added, “Neeraj , we sincerely hope you will avail of our offer, to travel extensively across the country, to spread your message of hope and inspiration to aspiring young athletes across India! pic.twitter.com/YbMjpZCpYW
— C Lekha (@ChhaviLeekha) August 7, 2021
ইন্ডিগোর ডিরেক্টর এবং সিইও রণজয় দত্ত বলেন, ‘‘ নীরজ আপনার কীর্তিতে আমরা সবাই দারুণ খুশি ৷ আপনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছ ৷ আমি জানি ইন্ডিগোর কর্মীরা আপনাকে বিমানে স্বাগত জানাতে মুখিয়ে থাকবেন ৷ আপনাকে আমাদের তরফে আগামী এক বছরের জন্য বিনামূল্যে বিমানভ্রমণের অফার দেওয়া হল ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indigo, Neeraj Chopra, Tokyo Olympics 2020