নয়াদিল্লি: ইন্ডিগো ৷ দেশের এক নম্বর বাজেট এয়ারলাইন্স নিজেদের নেটওয়ার্ক এবার আরও বড় করছে ৷ সম্প্রতি বেশ কিছু নতুন ডোমেস্টিক রুট চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ যার মধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশের গ্বালিয়র ৷ দেশের মধ্যে এটি ইন্ডিগোর ৭০ তম ডেস্টিনেশন ৷ এটিআর এয়ারক্রাফটের মতো ছোট বিমান দিয়েই গ্বালিয়র-দিল্লি এবং গ্বালিয়র-ইনদওর রুটে বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ যা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৷ একটি বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়ছে ইন্ডিগো ৷
1 सिंतबर से मध्यप्रदेश से @IndiGo6E की 4 नई उड़ाने प्रतिदिन की आवर्ती से शुरू होने जा रहीं है : दिल्ली-ग्वालियर-दिल्ली ग्वालियर-इंदौर-ग्वालियर इंदौर-ग्वालियर-इंदौर ग्वालियर-दिल्ली-ग्वालियर 1/2 pic.twitter.com/iyM0X8MeZs
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) August 13, 2021
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি ও রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার জানান, ‘‘ আমরা সাধ্যের মধ্যে অন-টাইম, দুর্দান্ত ট্রাভেল অভিজ্ঞতা দিতে চাই যাত্রীদের৷’’ এই নতুন রুটে ইন্ডিগোর বিমান পরিষেবা চালু করার কথা ট্যুইট করে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ সপ্তাহে প্রতিদিনই দিল্লি-গ্বালিয়র এবং ইনদওর-গ্বালিয়র রুটে চলবে ফ্লাইট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indigo