• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • বেহাল দেশের অর্থনীতি!‌ চলতি আর্থিক বর্ষে জিডি‌পি ১১ বছরে সর্বনিম্ন

বেহাল দেশের অর্থনীতি!‌ চলতি আর্থিক বর্ষে জিডি‌পি ১১ বছরে সর্বনিম্ন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেহাল দেশের অর্থনীতি!‌ চলতি আর্থিক বর্ষে জিডি‌পি ১১ বছরে সর্বনিম্ন

 • Share this:

  #‌নয়াদিল্লি:‌ লকডাউনের জেরে দেশে অর্থনৈতিক কার্যকলাপ প্রায় স্তব্ধ। ব্যবসা বাণিজ্য নেই, উৎপাদন ক্ষেত্রে ধুঁকছে, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। আর তারই স্বাভাবিক প্রতিফলন দেখা গেল এবছরের জিডিপি বৃদ্ধির হারে। ১১ বছরে সর্বনিম্ন হয়ে দাঁড়াল আর্থিক বৃদ্ধির হার। শেষ ত্রৈমাসিকে জিডিপির হার পৌঁছেছে ৩.‌১ শতাংশে। এর ফলে এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার দাঁড়াল ৪.‌২ শতাংশ।

  তার মানে হিসাব করলে দেখা যাবে, ২০১৮–১৯ আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.‌১ শতাংশ। এবারে সেটা কমে হল ৪.‌২ শতাংশ। যদিও এবারের ত্রৈমাসিকের মধ্যে লকডাউনের মোটে সাতদিনের হিসাব ধরা হবে। ফলে মনে করা হচ্ছে, আগামী ত্রৈমাসিকে জিডিপির হার কমে যেতে পারে আরও। ফলে প্রভাবিত হতে পারে ভারতীয় অর্থনীতি।

  যদিও, এই আর্থিক বর্ষে অর্থনীতির হাল যতটা খারাপ হবে মনে করা হয়েছিল, ততটা হয়নি। অনেকেই বলেছিলেন, ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৪.‌৫ শতাংশ থেকে মাইনাস ১.‌৫ শতাংশ। অনেকে বলেছিলেন আর্থিক বৃদ্ধির হার গিয়ে দাঁড়াবে ২.‌১ শতাংশে। কিন্তু এসব পেরিয়ে শেষ ত্রৈমাসিকের হিসাব ভারতীয় অর্থনীতিকে আশার আলোই দেখালো। পৃথিবী জুড়ে প্রায় সমস্ত দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার অনেকটাই কমে গিয়েছে। সেই তুলনায় ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছেন বলেই মনে করছেন অনেকে।

  Published by:Uddalak Bhattacharya
  First published: