আগামী বছরের শুরু থেকেই আরও অন্তত একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল৷ এই মুহূর্তে অন্তত পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কাঠামো তৈরি করে ফেলেছে আইসিএফ৷ ট্রেনগুলিতে বৈদ্যুতিন সরঞ্জাম লাগানো এবং বৈদ্যুতিন সংযোগ দেওয়ার কাজও খুব শিগগিরই শেষ হয়ে যাবে৷ সব ঠিকঠাক থাকলে ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই নতুন রুটে চলবে এই সেমি হাই- স্পিড ট্রেন (Vande Bharat Express)৷
এই মুহূর্তে গোটা দেশে দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে৷ একটি চলে দিল্লি- বারাণসী রুটে এবং দ্বিতীয়টি চলে দিল্লি এবং কাটরার মধ্যে৷ এ বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, দেশে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে৷
আরও পড়ুন: গাড়ি চালকদের জন্য বড় খবর! এই নথি না থাকলেই ১০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও...
সেমি হাই স্পিডের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় দরজা, অন বোর্ড হটস্পট ওয়াইফাই, জিপিএস নির্ভর প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ছাড়াও আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে৷
ট্রেনের প্রতিটি টয়লেটে বায়ো ভ্যাকুমের ব্যবস্থা রয়েছে৷ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রতিটি কোচে প্যান্ট্রি রয়েছে৷ যাতে যাত্রীরা চাইলেই গরম খাবার এবং পানীয় সরবরাহ করা যায়৷ ট্রেনের চলার সময় কামরার ভিতরে খুব কম শব্দ পৌঁছয়, ফলে যাত্রী স্বাচ্ছন্দ্যও বৃদ্ধি পায়৷
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে মোট ১৬টি বগি থাকে৷ তার মধ্যে দু'টি এক্সিকিউটিভ কোচ থাকে৷ সম্পূর্ণ ভারতীয় নকশা এবং প্রযুক্তিতে তৈরি এই ট্রেন ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম৷ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালাতে বিদ্যুত খরচের ক্ষেত্রে তিরিশ শতাংশ সাশ্রয় হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।