#নয়াদিল্লি: ভারতে বেড়ে চলেছে বুলেট ট্রেনের নেটওয়ার্ক বিস্তার। মুম্বই-আহমেদাবাদ (Mumbai-Ahmedabad Bullet Train Corridor) রুটে চালু করা হবে ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রা। এর কাজ প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে। এর মধ্যেই সামনে এল একটি নতুন রুটের খবর। মুম্বই-আহমেদাবাদ রুট ছাড়াও কেন্দ্রীয় সরকার আরও দু'টি নতুন বুলেট ট্রেন প্রজেক্ট চালু করতে পারে (bullet train projects) । মনে করা হচ্ছে ২০২২-২৩ সালে আরও দু'টি নতুন রুটে বুলেট ট্রেনের যাত্রা শুরু করার প্রজেক্ট শুরু করা হতে পারে। বুলেট ট্রেনের যোজনার সঙ্গে জড়িত আধিকারিকদের কথা অনুযায়ী মুম্বই-আহমেদাবাদ রুট ছাড়াও অন্য দু'টি নতুন রুটে বুলেট ট্রেন চালানোর প্রজেক্টের কাজ শুরু করা হবে।
বাজেটে হতে পারে ঘোষণা
মনে করা হচ্ছে আসন্ন ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেটেই বুলেট ট্রেন চালানোর নতুন দু'টি রুটের ঘোষণা করা হতে পারে। দিল্লি থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর (Delhi-Varanasi High Speed Rail Corridor) এবং মুম্বই-নাগপুর করিডরকে (Mumbai-Nagpur Corridor) বুলেট ট্রেনের মাধ্যমে জোড়া হতে পারে।
আরও পড়ুন - Indian Railways-এর বড় ঘোষণা, ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এই ৬২টি ট্রেন.....
ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) দিল্লী থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর সম্পূর্ণ পরিযোজনা রিপোর্ট (Detailed Project Report) ভারতীয় রেলওয়ের (Indian Railways) হাতে তুলে দিয়েছে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের মুখপাত্র জানিয়েছেন যে, মুম্বই-নাগপুর করিডরের জন্য সম্পূর্ণ পরিযোজনা রিপোর্ট শেষের পর্যায়ে রয়েছে, যা আগামী আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় রেলওয়ের হাতে তুলে দেওয়া হবে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এই মুখপাত্র জানিয়েছেন যে আরও নতুন পাঁচটি রুটের বুলেট ট্রেনের পরিযোজনার কাজ করা হচ্ছে, যা ২০২৩ সালের মধ্যে শেষ হয়ে যাবে।
আরও পড়ুন -ডিসেম্বরের শেষ ১০ দিনের মধ্যে ছ'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন দিনগুলি
১.৫ লাখ কোটি টাকার পরিযোজনা
মনে করা হচ্ছে দিল্লি-বারাণসী প্রোজেক্টে প্রায় ১.৫ লাখ কোটি টাকা খরচ হতে পারে। কিন্তু মুম্বই-নাগপুর করিডরে এর থেকে কিছুটা কম টাকা খরচ হতে পারে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড অনুযায়ী দিল্লি থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর প্রজেক্টে বিভিন্ন ধরনের বিষয় জড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ, গ্রামের প্রভাব, সামাজিক প্রভাব ইত্যাদি। বর্তমানে ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রা শুরু করার জন্য মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কাজ অনেকটাই এগিয়েছে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড খুব দ্রুত শেষ করতে চায় মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কাজ। কিন্তু জমি অধিগ্রহণ এবং অন্যান্য প্রজেক্টের জন্য এই কাজ খুব ধীর গতিতে চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।