হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
India Mobile Congress 2020: ২০২১-এ ভারতে ৫জি বিপ্লব আনবে জিও...: মুকেশ আম্বানি

India Mobile Congress 2020: ‘‘২০২১-এ ভারতে ৫জি বিপ্লব আনবে জিও...’’জানালেন মুকেশ আম্বানি

File Photo

File Photo

মুকেশ আম্বানি এদিন জানান, ‘‘ ভারতের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াবে ৷ ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ ’’

  • Last Updated :
  • Share this:

#মু্ম্বই: মঙ্গলবার, ৮ ডিসেম্বর থেকে চতুর্থ মোবাইল কংগ্রেস শুরু হয়েছে ভারতে (4th India Mobile Congress)। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিন দিন ধরে চলবে এবারের মোবাইল কংগ্রেস। কোভিডের কারণে ভার্চুয়ালিই তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও ৷

মুকেশ আম্বানি এদিন জানান, ‘‘ ভারতের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াবে ৷ ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ ’’ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মতে, ‘‘ ভারতে প্রায় ৩০০ মিলিয়ন মোবাইল গ্রাহক এখনও ২জি যুগে আটকে রয়েছে। এই সুবিধা থেকে বঞ্চিত মানুষদের হাতে সাধ্যের মধ্যে দামে স্মার্টফোন তুলে দেওয়া প্রয়োজন ৷ তাহলে তাঁরাও সব সুবিধা পাবেন এবং ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন ৷ ভারত বর্তমানে বিশ্বের সেরা ডিজিটালি কানেক্টেড দেশগুলির মধ্যে অন্যতম ৷ এই ধারা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে ৷ ৫জি পরিষেবা যাতে সর্বত্র পাওয়া যায় ৷ এবং গ্রাহকদের সাধ্যের মধ্যে হয় ৷ সে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন ৷ আমি আপনাদের কথা দিচ্ছি যে ২০২১-এর দ্বিতীয়ার্ধেই ভারতে ৫জি বিপ্লব আনবে জিও ৷ নেটওয়ার্ক, হার্ডওয়্যার এবং প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতিসাধন সম্ভব হবে ৷ জিও ৫জি পরিষেবা আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে বড় ভূমিকা নেবে ৷ ’’

তিন দিনের এই ইভেন্টে (India Mobile Congress 2020) দেশ এবং বিদেশ মিলিয়ে মোট ২১০ জন স্পিকার অংশ নেবেন। এছাড়াও এক্সিবিটরস থাকছেন প্রায় ১৫০ জন। ২০১৯ সালে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ভিজিটরের সংখ্যা ছিল প্রায় ৭৫০০০, এক্সিবিটর ছিলেন ৩৫০ জন ৷ সঙ্গে ৩৫০ জন স্পিকার। এবার কোভিডের কারণে এক্সিবিটর থেকে স্পিকারের সংখ্যায় কিছুটা ভাঁটা পড়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Mukesh Ambani