#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে অধিক ব্যবহৃত যানবাহনের মধ্যে অন্যতম হল গাড়ি। দিন দিন ফোর হুইলারের এই চাহিদাও বেড়ে চলেছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন গাড়ি তৈরি হয়। এই পুরো বিষয়টিকে নিয়েই এক বিস্তারিত সমীক্ষা করল ব্রিটেনের রিসার্চ ফার্ম Moneyshake। বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলি কত গাড়ি তৈরি করে, তাদের আয়ের পরিমাণ-সহ একাধিক তথ্য তুলে ধরা হল। সেই অনুযায়ী জানা যায়, সময়ের নিরিখে কোন দেশ সব চেয়ে বেশি গাড়ি প্রস্তুত করে। তথ্য বলছে, এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। আর দশগুণ বেশি উৎপাদনের মাধ্যমে তালিকার শীর্ষে রয়েছে চিন।
সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, গাড়ি প্রস্তুতির ক্ষেত্রে আপাতত চিনের আশেপাশে কোনও দেশ নেই। প্রতি বছর এই দেশ প্রায় ২৫.৭ মিলিয়ন গাড়ি তৈরি করে। যা প্রতি মিনিটে প্রায় ৪৮.৯ মোটরের সমান। এ বার বিস্তারিত তালিকা দেখে নেওয়া যাক।
১. চিন- ৪৮.৯ প্রতি মিনিট।