• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • ২৮টি মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত ভারতের, কার্যকর আগামিকাল থেকে

২৮টি মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত ভারতের, কার্যকর আগামিকাল থেকে

 • Share this:

  #নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়াল ভারত। প্রায় ২৮টি দ্রব্যের উপর এই শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক । আগামীকাল, ১৬ জুন থেকেই কার্যকর হবে এই বর্ধিত শুল্ক। এই পণ্যের মধ্যে রয়েছে মার্কিন আমন্ড, আপেল, আখরোট সহ অন্যান্য দ্রব্য।

  সংবাদ সংস্থা Reuters খবর অনুযায়ী, ওয়াশিংটন এর আগেই ভারতের থেকে বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ও তারপর থেকেই এই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি।

  ce3be224-1079-412f-9a2c-8873a7cbdaf1

  ৫ জুন, Generalized System of Preferences এর আওতায় বাণিজ্য সংক্রান্ত সুবিধা প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । এই প্রেফারেন্সের আওতায় প্রায় $৫৬০ কোটি টাকা পর্যন্ত বিনা শুল্কে পণ্য রফতানি করা সম্ভব হত। কিন্তু এই স্কিম প্রত্যাহার করে নেওয়ার ফলে বাড়তি শুল্ক গুনতে হচ্ছে নয়াদিল্লিকে ।

  প্রসঙ্গত, এই মাসেই ভারতে আসার কথা রয়েছে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওর । তিনি আগেও জানিয়েছিলেন বাণিজ্যিক বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় সর্বদা প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র।

  First published: