#নয়াদিল্লি: ভারতের অর্থনীতির জন্য বড় খবর ৷ আমেরিকার World Population Review এর একটি রিপোর্টে জানিয়েছে অর্থনীতিতে বিশ্বের মধ্যে ভারত পঞ্চম স্থানে রয়েছে ৷ ২.৯৪ ট্রিলিয়ন ডলারের ইকোনমি নিয়ে ভারত ২০১৯ সালে ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী পাঁচ বছরে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের ইকোনমি বানানোর লক্ষ্য রেখেছে ৷
নিউজ এজেন্সি পিটিআই অনুযায়ী, ব্রিটেনের অর্থনীতি ২.৮৩ ট্রিলিয়ন ডলার ৷ ফ্রান্সের ২.৭ ট্রিলিয়ন ডলার ৷ পিপিপি অনুযায়ী, ভারতের জিডিপি ১০.৫১ ট্রিলিয়ন ড্রলার যা জাপান ও জামার্নির থেকে এগিয়ে রয়েছে ৷ ভারতের জনসংখ্যা বেশি হওয়ার কারণে প্রত্যেক ব্যক্তির জিডিপি ২১৭০ ডলার ৷ আমেরিকার প্রত্যেক ব্যক্তির জিডিপি ৬২৭৯৪ ডলার ৷ রিপোর্টে অবশ্য বলা হয়েছে ভারতের রিয়েল জিডিপি বৃদ্ধি লাগাতার তৃতীয় ত্রৈমাসিকে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৫ শতাংশের আশপাশে থাকা সম্ভাবনা রয়েছে ৷
জিডিপি গ্রোথের বিষয়ে ভারতীয় আর্থিক স্থিতি খুব একটা ভাল নয় ৷ বৃদ্ধির হার তলানিতে। সঙ্গে অর্থনীতিতে একগুচ্ছ সমস্যা। কেন্দ্র স্বীকার না করলেও যা কার্যত আর্থিক মন্দার লক্ষণ বলেই জানাচ্ছেন অর্থনীতিবিদদের একটি বড় অংশ। ২০২৪ সালের মধ্যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা মোদি সরকারের। এই পরিস্থিতিতে কী সেটা সম্ভব?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।