হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আয়কর নিয়মে বদল ১ এপ্রিল থেকে! দেখে নিন কী কী সমস্যা হতে পারে

Income Tax Rule Change|| আয়কর নিয়মে বদল ১ এপ্রিল থেকে! দেখে নিন কী কী সমস্যা হতে পারে

আয়করের নিয়মে একাধিক বদল - Photo- Representative

আয়করের নিয়মে একাধিক বদল - Photo- Representative

Income Tax Rule Change|| নতুন অর্থবর্ষে বহু ক্ষেত্রেই বদলে যাচ্ছে আয়কর নিয়ম। তা সে আয়কর ছাড়ই হোক বা করের হার। দেখে নেওয়া যাক কী কী বড় পরিবর্তন হচ্ছে ১ এপ্রিল ২০২৩ থেকে!

  • Share this:
নয়াদিল্লি: নতুন অর্থবর্ষে বহু ক্ষেত্রেই বদলে যাচ্ছে আয়কর নিয়ম। তা সে আয়কর ছাড়ই হোক বা করের হার। দেখে নেওয়া যাক কী কী বড় পরিবর্তন হচ্ছে ১ এপ্রিল ২০২৩ থেকে—১. নতুন কর ব্যবস্থা:

১ এপ্রিল ২০২৩ থেকে নতুন আয়কর ব্যবস্থাকেই মূল হিসেবে মান্যতা দেওয়া হবে। যদিও করদাতারা পূর্বের ব্যবস্থা বেছে নিতে পারবেন। বেতনভোগী বা পেনশনভোগী, যে কোনও ক্ষেত্রেই ১৫.৫ লক্ষ টাকার উপর আয়ে ৫২,৫০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখা হবে নতুন নিয়মে। ২০২০-২১ বাজেটে এই নিয়মের কথা ঘোষণা করে বলা হয়েছিল ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের আয়করের হার কম হবে যদি তারা এই নতুন আয়কর ব্যবস্থা বেছে নেন। ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের কথা ঘোষণা করা হয় নতুন ব্যবস্থায়। কিন্তু সেক্ষেত্রে এইচআরএ, গৃহঋণের সুদ, ৮০সি, ৮০ডি, ৮০সিসিডি ধারায় বিনিয়োগ আয়কর ছাড়ের সুযোগ পাওয়া যাবে না।

আরও পড়ুন -  IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্স ক্যাম্পের খাস খবর ফাঁস, উদ্বোধনী ম্যাচে অধিনায়ক থাকছেন না রোহিত

২. কর ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধি:

করছাড়ের উর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে।

৩. স্ট্যান্ডার্ড ডিডাকশন:

যাঁরা পুরনো কর ব্যবস্থা বেছে নেবেন তাঁদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা কর ছাড়ের কোনও পরিবর্তন হচ্ছে না। তবে নতুন কর ব্যবস্থায় পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগের কথা ঘোষণা করেছে সরকার। ১৫.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৫২,৫০০ টাকা ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন -  IMD Weather Alert|| নাছোড় ঝড় -বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আঁধির হু হু হাওয়া, ভারতের নানা রাজ্যে আবহাওয়ার খেল

৪. আয়কর স্তরের নতুন বিন্যাস:

০-৩ লক্ষ টাকায় আয়কর ০৩-৬ লক্ষ টাকায় আয়কর ৫ শতাংশ৬-৯ লক্ষ টাকায় আয়কর ১০ শতাংশ৯-১২ লক্ষ টাকায় আয়কর ১৫ শতাংশ১২-১৫ লক্ষ টাকায় আয়কর ২০ শতাংশ১৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়কর ধার্য হয়েছে।

৫. এলটিএ:

অসরকারি ক্ষেত্রে কর্মরতদের জন্য ‘লিভ এনক্যাশমেন্ট’-এর জন্য ২০০২ সাল থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত উর্ধ্বসীমা ধার্য ছিল। এখন তা বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে।

৬. মিউচুয়াল ফান্ডে এলটিসিজি করের সুবিধা:

১ এপ্রিল ২০২৩ থেকে ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে তা স্বল্পমেয়াদি মূলধন লাভ হিসেবে আয়করের আওতায় পড়বে।

৭. মার্কেট লিঙ্কড ডিবেঞ্চার:

এমএলডি-কেও এবার থেকে স্বল্পমেয়াদি মূলধন হিসেবে দেখা হবে।

৮. জীবন বিমা:

জীবন বিমার ক্ষেত্রে বার্ষিক ৫ লক্ষ টাকা বা তার বেশি প্রিমিয়ামের উপর আয়কর দিতে হবে ১ এপ্রিল ২০২৩ থেকে। তবে ইউলিপকে ২০২৩ বাজেটে আয়কর নিয়মের বাইরে রাখার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

৯. প্রবীণদের সুবিধা:

এসসিএসএস-এ টাকা জমা রাখার উর্ধ্বসীমা ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ করা হয়েছে।

মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে সিঙ্গল অ্যাকাউন্টের উর্ধ্বসীমা ৪.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৯ লক্ষ এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭.৫ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করা হয়েছে।

১০. সোনায় কর নয়:

২০২৩ বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, স্বর্ণালঙ্কারকে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট (ইজিআর)-এ বদলে ফেললে বা উল্টোটা হলেও তা কোনও ভাবেই ক্যাপিটাল গেন ট্যাক্স-এর আওতায় আসবে না।

Published by:Debalina Datta
First published:

Tags: Income Tax