#কলকাতা: সাধারণ ভাবে বছরে যাঁদের মোট উপার্জন ২ লক্ষ ৫০ হাজার টাকা বা তার বেশি, ভারত সরকারের নিয়ম অনুযায়ী তাঁরা সবাই আয়করের আওতায় পড়েন। এই নিয়ম মেনে প্রতি বছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাঞ্ছনীয়। কেন না, তা না করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া রয়েছে আরও একটা দিক, সেটা বিবেক এবং মূল্যবোধের জায়গা! দেশের সৎ নাগরিক হিসেবে নিজেকে দেখতে আমরা কে না চাই?
এর মধ্যেই সরকার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে, আপাতত তার অন্তিম তারিখ চলতি বছরের ১০ জানুয়ারি। এর পাশাপাশি সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আয়কর-সংক্রান্ত নানা খুঁটিনাটির একটি ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। তা মোতাবেকে গুরুত্বপূর্ণ দিনগুলোয় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক!
জানুয়ারি
১৫ জানুয়ারি- অডিট রিপোর্ট জমা দিতে হবে এই তারিখের মধ্যেই!
৩১ জানুয়ারি- বিবাদ সে বিশ্বাস স্কিমের অধীনে ডিক্লেরেশন জমা দেওয়ার শেষ তারিখ!
ফেব্রুয়ারি ১৫ ফেব্রুয়ারি- যাঁদের অডিটের প্রয়োজন আছে, তাঁদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এই তারিখের মধ্যে।
মার্চ ১৫ মার্চ- ২০২০-২১ অর্থবর্ষের আগাম করের চতুর্থ কিস্তি দেওয়ার অন্তিম দিন।
৩১ মার্চ- ২০২০-২১ অর্থবর্ষের ফাইল রিটার্ন এবং অতিরিক্ত করহীন বিবাদ সে বিশ্বাস স্কিমের পেমেন্ট জমার শেষ তারিখ।
৩১ মার্চ- আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড জমা করারও অন্তিম সময়সীমা এই তারিখ পর্যন্তই!
মে ৩১ মে- ফিনান্সিয়াল ট্রানজাকশন u/s 285BA-এর স্টেটমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ।
জুন ১৫ জুন- ২০২২-২৩ অর্থবর্ষের আগাম করের প্রথম কিস্তি দেওয়ার সময়সীমা এই তারিখ পর্যন্তই!
জুলাই ৩১ জুলাই- কর্পোরেট এবং নন-কর্পোরেট অ্যাসেসি ছাড়া যাঁদের অ্যাকাউন্ট অডিট করানোর প্রয়োজন আছে, তাঁদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ।
সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বর- ২০২২-২৩ অর্থবর্ষের আগাম করের দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়সীমা এই তারিখ পর্যন্তই!
৩০ সেপ্টেম্বর- আন্তর্জাতিক বা কোনও নির্দিষ্ট ডোমেস্টিক ট্রানজাকশনে যে সব অ্যাসেসিরা পড়েন না, তাঁদের অডিট রিপোর্ট জমা করার শেষ তারিখ।
অক্টোবর ৩১ অক্টোবর- আন্তর্জাতিক বা কোনও নির্দিষ্ট ডোমেস্টিক ট্রানজাকশনে যে সব কর্পোরেট বা নন-কর্পোরেট অ্যাসেসিরা পড়েন না, যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন আছে, তাঁদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার শেষ তারিখ।
নভেম্বর ৩০ নভেম্বর- আন্তর্জাতিক বা কোনও নির্দিষ্ট ডোমেস্টিক ট্রানজাকশনে যে সব অ্যাসেসিরা পড়েন, তাঁদের ২০২১-২২ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার শেষ তারিখ।
ডিসেম্বর ১৫ ডিসেম্বর- ২০২২-২৩ অর্থবর্ষের আগাম করের তৃতীয় কিস্তি দেওয়ার সময়সীমা এই তারিখ পর্যন্তই!