#নয়াদিল্লি: ব্রিটিশ লাক্সারি গাড়ি নির্মাতা Bentley নিজেদের মুলিনার কোচ বিল্ডিং ডিভিশনের (Mulliner Coach Building Divison) একটি বিস্পোক মডেলের (Bespoke Model) গাড়ি লঞ্চ করার জন্য কাজ করে চলেছে। এই আপকামিং বিস্পোক মডেলের গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি এখনও পর্যন্ত Bentley কোম্পানির সবথেকে বেশি দামি গাড়ি হতে পারে। এই গাড়ির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই গাড়িতে রয়েছে Bentley কোম্পানির পুরনো ডব্লু১২ (W12) ইঞ্জিন। এছাড়াও Bentley কোম্পানি তাদের প্রথম পিওর ইলেকট্রিক (Pure-Electric) কারের প্রিভিউ এর মাধ্যমে করতে পারে। কিন্তু Bentley কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি যে, তাদের নতুন গাড়ি কবে লঞ্চ করা হবে। কিন্তু মনে করা হচ্ছে Bentley কোম্পানি আগামী বছর অর্থাৎ ২০২২ সালে এই নতুন গাড়ি লঞ্চ করতে পারে। Bentley কোম্পানির নতুন গাড়ির ডিজাইন কোম্পানির আগের মডেল বাকালারের (Bacalar) দ্বিতীয় ভার্সন হতে পারে।
Bentley-র সিগনেচার লুক
Bentley কোম্পানির নতুন গাড়ির ডিজাইন অনেকটা 2019 EXP 100 GT-এর মতো হতে পারে। এই গাড়িতে রয়েছে ফ্রন্ট ফ্যসিয়া, স্লিক এলইডি হেডল্যাম্প, স্লিম এলইডি টেল লাইটস। Bentley কোম্পানির নতুন গাড়ির টায়ার বড় এবং চওড়া এবং এর কেবিনে আলট্রা পশ ডিজাইন করা হয়েছে। এছাড়াও এই গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের মডার্ন ফিচার। Bentley কোম্পানির নতুন গাড়িতে দেখতে পাওয়া যাবে সংস্থার সিগনেচার লুক।
Bentley কোম্পানির নতুন গাড়ির স্পিড
Bentley কোম্পানির নতুন গাড়িতে রয়েছে টুইন টার্বো ৬.০ লিটার ডাব্লু১২ ইঞ্জিন, যা ৬৫০ এইচপি পাওয়ার এবং ৯০০ এনএম টর্ক আউটপুট দিতে সক্ষম। Bentley কোম্পানির নতুন গাড়ির ইঞ্জিন ৩.৬ সেকেন্ডে ১০০ কিমি প্রতি ঘণ্টা স্পিড দিতে সক্ষম। এছাড়াও Bentley কোম্পানির নতুন গাড়ির টপ স্পিড হতে পারে প্রায় ৩৩৫ কিমি প্রতি ঘণ্টা।
Bentley কোম্পানির নতুন গাড়ির পারফর্ম্যান্স
Bentley কোম্পানির কন্টিনেন্টাল জিটি গাড়িতে লাগানো টুইন টার্বো ৬.০ লিটার ডাব্লু১২ ইঞ্জিন ৬৫০ হর্স পাওয়ার অর্থাৎ ৪৮৫ কিলোওয়াট এবং ৬৬৪ পাউন্ড ফিট অর্থাৎ ৯০০ নিউটন মিটার টর্ক দিতে সক্ষম। Bentley কোম্পানির নতুন গাড়িতে রয়েছে সেই একই ইঞ্জিন। সুতরাং নতুন গাড়ি একই রকম পারফর্ম্যান্স দিতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business