#নয়াদিল্লি: করোনা মহামারির আবহেই দুনিয়াকে নিজের শক্তির পরিচয় দিয়েছে ভারত ৷ বিনিয়োগের সবচেয়ে বিশ্বস্ত জায়গা হিসেবে নিজেকে প্রমাণ করেছে ভারত ৷ ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডটেবিল-এ এভাবেই বিনিয়োগকারীদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বৃহস্পতিবার বিশ্ব তথা দেশের প্রথম সারির একাধিক উদ্যোগপতিদের এভাবেই বিনিয়োগের জন্য আহবান জানালেন মোদি ৷ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা আজ এমন কোম্পানি খোঁজেন যাদের কাছে উচ্চ ব্যবস্থাপনা, সঠিক পরিবেশ ছাড়াও সামাজিক ও শাসকের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে ৷ তাঁর মতে, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে এমন সিস্টেম এবং কোম্পানি আগে থেকেই বর্তমান ৷ অর্থাৎ ভারতের মতো বিনিয়োগের সেরা জায়গা আর নেই ৷
একইসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, করোনা মহামারিতে সারা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল, তখন ভারত মহামারির সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই অর্থনৈতিক স্থিরতা বজায় রাখতে সুপরিকল্পিতভাবে লড়েছে ৷ দেশের মানুষের সমর্থন, মজবুত অর্থনৈতিক ব্যবস্থা এবং সুস্পষ্ট নীতির জন্যই তা সম্ভব হয়েছে ৷ অতএব, বিনিয়োগ করে বিশ্বস্ততার সঙ্গে সুদীর্ঘ লাভ পেতে হলে ভারতের মতো বাজার আর নেই ৷
India has shown remarkable resilience in this pandemic, be it fighting the virus or ensuring economic stability. This resilience is driven by the strength of our systems, support of our people and stability of our policies: PM Narendra Modi at virtual Global Investor Roundtable https://t.co/9NcQ12UXcv pic.twitter.com/SW5TiwMnBo
— ANI (@ANI) November 5, 2020
পিএমও-এর তরফে পাওয়া তথ্য অনুযায়ী বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস ৷ আলোচনা হয় ভারতের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়েও ৷ সরকারের তরফে বলা হয় ভারতকে আত্মনির্ভর বানানোর লক্ষ্য শিল্প ও বাণিজ্যে দরকার বিপুল বিনিয়োগ ৷
এদিনের বৈঠক ছিল গোটা বিশ্বের বিনিয়োগকারী, ভারতীয় ব্যবসায়ী, ভারত সরকার ও তার ফিনান্সিয়াল মার্কেট নিয়ামকের মধ্যেকার আলোচনা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি, টাটা গ্রুপের রতন টাটা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটক, HDFC-এর দীপক পারেখ, সান ফার্মার দিলীপ সাংঘ্বি সহ প্রমুখ ৷ এছাড়াও আমেরিকা, ইউরোপ, কানাডা, কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও বহু বিনিয়োগকারী এই বৈঠকে অংশ নেন ৷