#নয়াদিল্লি: আপনার কাছে ১০ টাকার এই নোট থাকলে আপনিও ভাল টাকা আয় করতে পারবেন ৷ দেখে নিন কী ভাবে মিনিটের মধ্যে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না ৷ আপনার কাছে কেবল একটি ১০ টাকার নোট থাকলেই আপনিও হয়ে যাবেন মালামাল ৷ দেখে নিন কোন ১০ টাকার নোট থাকতে হবে এবং কী করে করবেন আয় ?
এই ১০ টাকার নোটের উপরে থাকতে হবে অশোক স্তম্ভ ৷ এই ধরনের ১০ টাকার নোট বহু বছর আগে চলত ৷ ১৯৪৩ সালে ব্রিটিশ সরকার এই নোট জারি করেছিল ৷ নোটে ভারতীয় সি ডি দেশমুখের স্বাক্ষর রয়েছে ৷ ১০ টাকার এই পুরনো নোটে একদিকে অশোক স্তম্ভ ও অন্যদিকে রয়েছে একটি নৌকা ৷ পিছনের দিকে দু’দিক থেকে ইংরেজিতে 10 Rupees লেখা রয়েছে ৷
আজকের সময়ে এই নোট পাওয়া প্রায় অসম্ভব ৷ এই একটি নোটের বদলে আপনি ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন ৷ আপনি বাড়িতে বসেও এই নোট অনলাইনে বিক্রি করতে পারবেন ৷