• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট পরিষেবা আনতে চলেছে IDEA

নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট পরিষেবা আনতে চলেছে IDEA

রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এবার নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট, ভিডিও ও স্টোরেজ সার্ভিস নিয়ে আসছে আইডিয়া সেলুলার ৷

রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এবার নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট, ভিডিও ও স্টোরেজ সার্ভিস নিয়ে আসছে আইডিয়া সেলুলার ৷

রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এবার নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট, ভিডিও ও স্টোরেজ সার্ভিস নিয়ে আসছে আইডিয়া সেলুলার ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বাজারে জিও লঞ্চ হওয়ার পর থেকেই  রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ৷ বিনামূল্যে জিও-র এই পরিষেবার ঘোষণার ফলে স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে অন্য টেলিকম সংস্থাগুলিও একে একে নতুন প্ল্যান নিয়ে এসেছে বাজার ৷ গ্রাহকদের ধরে রাখতে ও নতুন গ্রাহক টানতে রেট কমানোর প্রতিযোগিতায় নেমেছে অন্য সংস্থাগুলিও ৷ নিয়ে আসছে আরও আকর্ষণীয় অফার ৷ শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ তবে তাতে আখেরে লাভবান হয়েছেন গ্রাহকরাই ৷

  রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এবার নিজস্ব ব্র্যান্ডের টিভি, চ্যাট, ভিডিও ও স্টোরেজ সার্ভিস নিয়ে আসছে আইডিয়া সেলুলার ৷ ২০১৭-র জানুয়ারি ও মার্চ মাস থেকে চালু করা হবে এই পরিষেবা ৷

  সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছর জানুয়ারি ও মার্চ মাসের মধ্যে আইডিয়া গেমস, আইডিয়া ভিডিও, আইডিয়া মিউজিক, আইডিয়া চ্যাটও আনতে চলেছে আইডিয়া ৷

  আইডিয়ার তরফে জানানো হয়েছে আগামী দিনে ৩জি ও ৪জি পরিষেবা গোটা দেশে বিস্তার ঘটানো হবে ৷ এই মুহূর্তে ১৩টি সার্কেলে ৩জি ও ১১টি সার্কেলে ৪জি স্পেকট্রাম রয়েছে ৷ তবে এখানেই থেমে থাকতে চাইছে না তারা ৷  এই সার্কেলের সংখ্যা আরও বাড়াতে চায় তারা।

  এই মুহূর্তে হাই স্পিড ডেটার অন্তর্ভুক্ত রয়েছে ৪০০ মিলিয়ান গ্রাহক যা ২০১৭-র মার্চ মাসে বেড়ে গিয়ে দাঁড়াবে ৫০০ মিলিয়ান গ্রাহককে ৷

  First published: