• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • এবার সামনে এল IDBI ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি

এবার সামনে এল IDBI ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি

ব্যাঙ্কে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ । অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে IDBI ব্যাঙ্ক । (ছবি: সংগৃহীত)

ব্যাঙ্কে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ । অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে IDBI ব্যাঙ্ক । (ছবি: সংগৃহীত)

এবার সামনে এল IDBI ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি

 • Share this:

  #মুম্বই: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লোন কেলেঙ্কারির পর থেকে একের পর এক ব্যাঙ্কের ঋণ জালিয়াতির ঘটনা সামনে আসছে ৷ এবার ব্যাঙ্কের ঋণ কেলেঙ্কারির তালিকায় নাম জুড়ল আইডিবিআইয়ের। মঙ্গলবার ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে 772 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির কথা জানানো হয়।

  ব্যাঙ্কের দেওয়া বিবৃতি অনুসারে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মোট পাঁচটি শাখা থেকে এই কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি ঘটেছে। 2009 থেকে 2013 সালের মধ্যে মাছ চাষের জন্য বিভিন্ন সময় বাশিরবাগ ও গুন্টুরের পাঁচ শাখা থেকে এই বিপুল পরিমাণ টাকার ঋণ দেওয়া হয়। সম্প্রতি নথি পরীক্ষার পর জানা যায়. ঋণের জন্য জমা দেওয়া নথির সবটাই ভুয়ো। বাস্তবে এমন কোনও মাছের ভেড়ির অস্তিত্ব নেই।

  আরও পড়ুন 

  ফের দশম-দ্বাদশে দু’টি বিষয়ে পরীক্ষা নেবে সিবিএসই

  এই জালিয়াতির ঘটনার কথা সামনে আসতেই ব্যাঙ্কের আভ্যন্তরীন তদন্তে উঠে আসে দুই আধিকারিকের নাম। এদের মধ্যে একজনকে বরখাস্ত করেছে ব্যাঙ্ক, অন্যজন ইতিমধ্যেই অবসর নিয়েছেন। ব্যাঙ্ক থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে সিবিআই। আইডিবিআইয়ের ঋণ জালিয়াতি প্রকাশ্যে আসতেই এদিন থেকে পড়তে শুরু করেছে ব্যাঙ্কের শেয়ার দর।একদিনেই দর পড়েছে 3.5 শতাংশ।

  First published: