হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ICICI , হোয়াটসঅ্যাপে মিলবে এই সুবিধা

গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ICICI , হোয়াটসঅ্যাপে মিলবে এই সুবিধা

এবার হোয়াটসঅ্যাপে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দেবে আইসিআইসিআই ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সোমবার বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য শুরু করল নতুন ব্যাঙ্কিং পরিষেবা ৷ এবার হোয়াটসঅ্যাপে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দেবে আইসিআইসিআই ৷ লকডাউনের সময়ে বাড়িতে বসেই যাতে সমস্ত পরিষেবা পায় গ্রাহকরা তার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ হোয়াটসঅ্যাপে গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স, শেষ তিনটি লেনদেন দেখতে পারবেন ৷ পাশাপাশি দেখা যাবে ক্রেডিট কার্ডের সীমা ৷ এছাড়াও ক্রেডিট ও ডেবিট কার্ড ব্লক ও আনব্লক করার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এছাড়াও গ্রাহকরা তাদের আশপাশের তিনটি আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম ও শাখা সম্বন্ধে জানতে পারবেন ৷

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়া তাদের একমাত্র লক্ষ্য ৷ সম্প্রতি তারা 'ICICIStack' শুরু করেছে বলেও জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

যে কোনও ICICI গ্রাহক হোয়াটসঅ্যাপে থাকলে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ পাশাপাশি ক্রেডিট কার্ড হোল্ডাররা এই পরিষেবা ব্যবহার করে তাদের কার্ড ব্লক বা আনব্লক করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Banking serivice, ICICI Bank, Whatsapp