ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? এই কাজটি না করলে দিতে হবে অতিরিক্ত চার্জ

গত শুক্রবার ব্যাঙ্কের তরফে একটি নোটিস জারি করে বলা হয়েছে, ‘গ্রাহকদের ডিজিটাল লেনদেন করার জন্য উৎসাহিত করতে এই পদক্ষেপ ৷’

Bangla Editor | News18 Bangla
Updated:Sep 16, 2019 03:26 PM IST
ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? এই কাজটি না করলে দিতে হবে অতিরিক্ত চার্জ
Bangla Editor | News18 Bangla
Updated:Sep 16, 2019 03:26 PM IST

#নয়াদিল্লি: প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের ১৬ অক্টোবর থেকে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে ক্যাশ তুললে ১০০ থেকে ১২৫ টাকা চার্জ দিতে হবে ৷ এছাড়া ব্রাঞ্চের মেশিনের মাধ্যমে ক্যাশ টাকা জমা করে তাহলেও দিতে হবে চার্জ ৷

গত শুক্রবার ব্যাঙ্কের তরফে একটি নোটিস জারি করে বলা হয়েছে, ‘গ্রাহকদের ডিজিটাল লেনদেন করার জন্য উৎসাহিত করতে এই পদক্ষেপ ৷’

মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NEFT, RTG অথার্ৎ ইউপিআই লেনদেন করার সমস্ত চার্জ তুলে নিয়েছে ৷

ব্যাঙ্কের তরফে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের আবেদন করা হয়েছে যে তারা যাতে তাদের অ্যাকাউন্ট অন্য বেসিক অ্যাকাউন্টে বদলে নেয় ৷ যদি তা সম্ভব না হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷

First published: 03:26:21 PM Sep 16, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर