#নয়াদিল্লি: প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের ১৬ অক্টোবর থেকে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে ক্যাশ তুললে ১০০ থেকে ১২৫ টাকা চার্জ দিতে হবে ৷ এছাড়া ব্রাঞ্চের মেশিনের মাধ্যমে ক্যাশ টাকা জমা করে তাহলেও দিতে হবে চার্জ ৷
গত শুক্রবার ব্যাঙ্কের তরফে একটি নোটিস জারি করে বলা হয়েছে, ‘গ্রাহকদের ডিজিটাল লেনদেন করার জন্য উৎসাহিত করতে এই পদক্ষেপ ৷’
মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NEFT, RTG অথার্ৎ ইউপিআই লেনদেন করার সমস্ত চার্জ তুলে নিয়েছে ৷
ব্যাঙ্কের তরফে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের আবেদন করা হয়েছে যে তারা যাতে তাদের অ্যাকাউন্ট অন্য বেসিক অ্যাকাউন্টে বদলে নেয় ৷ যদি তা সম্ভব না হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷