#নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২ থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, এই সময়ের মধ্যে আধার-PAN লিঙ্ক করার জন্য চোকাতে হবে মূল্য। একে জরিমানা হিসেবে দেখাই ভাল। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ২৯ মার্চ, ২০২২ তারিখের একটি বিজ্ঞপ্তিতে বলেছে, এখন প্যান-আধার লিঙ্ক করার জন্য একটি ফি দিতে হবে।
কত ফি দিতে হবে
৩১ মার্চ ২০২২-এর পরে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য ৫০০ টাকা দিতে হবে। যদি ৩০ জুন ২০২২ এর মধ্যে এটি লিঙ্ক না করা যায় তা হলে সেই মূল্য আরও বাড়বে। ১ জুলাই, ২০২২ বা তার পরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য, ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
কী ভাবে দেওয়া যাবে এই জরিমানা? দেখে নেওয়া যাক এক নজরে।
ধাপ ১: প্যান-আধার লিঙ্ক করার জন্য, https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp পোর্টালে যেতে হবে।
ধাপ 2: CHALLAN NO./ITNS 280-তে ক্লিক করতে হবে।
ধাপ 3: প্রযোজ্য ট্যাক্স নির্বাচন (Select) করতে হবে।
ধাপ 4: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে মাইনর হেড 500 (ফি) এবং মেজর হেড 0021 (কোম্পানি ব্যতীত অন্য আয়কর) এর অধীনে একটি একক চালানে ফি প্রদান করা হয়েছে।
ধাপ 5: নেটব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদানের মোড নির্বাচন করতে হবে।
ধাপ 6: প্যান নম্বর লিখে, মূল্যায়ন বছর বেছে নিতে হবে এবং ঠিকানা লিখতে হবে।
ধাপ 7: ক্যাপচা দিতে হবে নির্ভুল ভাবে এবং Proceed ট্যাবে ক্লিক করতে হবে।
কী ভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা যাবে?
আরও পড়ুন: ব্লাড গ্রুপ বলে দেবে আপনার গোপন কথা! মিলিয়ে দেখে নিন এখনই
>> প্রথমে আয়করবিভাগের নতুন ওয়েবসাইটে যেতে হবে https://www.incometax.gov.in/iec/portal নীচে আধার লিঙ্কে ক্লিক করতে হবে।
>> নিজের Status দেখার জন্য Click Here –এ ক্লিক করতে হবে। এখানে আপনার আধার এবং প্যানের বিশদ লিখতে হবে।
>> আপনার প্যান কার্ড যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তা হলে এখানেই দেখিয়ে দেবে যে PAN আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে।
>> যদি আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তা হলে আপনাকে https://www.incometaxindiaefiling.gov.in/home-এ ক্লিক করতে হবে। এর পর লিঙ্ক আধার-এ ক্লিক করতে হবে।
এর পরে পরে ফর্ম পূরণ করলেই প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PAN Aadhaar Link