#নয়াদিল্লি: আপনিও কী ভুলে গিয়েছেন আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর দেওয়া রয়েছে ৷ এবার আপনি মাত্র ২ মিনিটেই জেনে যাবেন কোন মোবাইল নম্বর রেজিস্টার্ড করা রয়েছে ৷ বর্তমানে একাধিক কাজের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ ফলে কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে সেটা জেনে রাখা বেশ জরুরি ৷ কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে দেখে নিন এইভাবে-
UIDAI এর ওয়েবসাইট https://uidai.gov.in/ লগইন করতে হবে
এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে একাধিক ক্যাটাগরি রয়েছে
আর যদি মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার্ড না থাকে তাহলে The Mobile number you had entered does not match with our records এই মেসেজ আসবে ৷ অর্থাৎ অন্য কোনও মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ৷ মোবাইল নম্বরের মতো ই-মেল আইডি চেক করার জন্যেও এই পদ্ধতি ফলো করতে হবে ৷ UIDAI এর তরফে নতুন আধার কার্ড জারি করা হয়ে থাকে ৷