হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
রেশন তুলতে লাগবে না রেশন কার্ড, এই ভাবে মিলবে ফ্রিতে জিনিস

রেশন তুলতে লাগবে না রেশন কার্ড, এই ভাবে মিলবে ফ্রিতে জিনিস

লকডাউন জারি হওয়ার পর থেকেই কেন্দ্র সরকার যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরও ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া এখনও জারি রয়েছে ৷ লিঙ্ক হয়ে যাওয়ার পর উপভোক্তাদের রেশন দোকানে আর রেশন কার্ড নিয়ে যেতে হবে না ৷ রেশন কার্ডের নম্বর দেখেই দোকানদার উপভোক্তাদের রেশন দিয়ে দেবেন ৷ লকডাউন জারি হওয়ার পর থেকেই কেন্দ্র সরকার যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরও ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ দিল্লি-সহ বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশ মেনে রেশন দেওয়া হয়েছে ৷ প্রথমে তিন মাসের জন্য এই নিয়ম লাগু করা হয়েছিল পরে তা বাড়িয়ে দেওয়া হয়েছে নভেম্বর পর্যন্ত ৷

কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল,‘ যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরও ৫কেজি চাল বা গম ও ১ কিলো ডাল দেওয়া হবে ৷’ তবে নভেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে ৷ নভেম্বরের পর যারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন তাঁরা কার্ড ছাড়াই রেশন পাবেন ৷

করোনার জেরে গোটা বিশ্ব আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ৷ সামনেই উৎসবের মরশুম ৷ সাধারণের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Aadhaar card, Ration Card