#নয়াদিল্লি: আধার কার্ডে আপডেট হিস্ট্রি জানা এখনও আরও সহজ হয়ে গিয়েছে ৷ UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত সমস্ত হিস্ট্রি জানতে পারবেন ৷ UIDAI ট্যুইট করে আধার আপডেট ও আপডেট হিস্ট্রি জানার পদ্ধতি শেয়ার করেছে ৷ একটি টিউটোরিয়াল ভিডিও-র মাধ্যমে সমস্ত তথ্য জানানো হয়েছে ৷
প্রথমে UIDAI এর ওয়েবসাইটে https://uidai.gov.in/ গিয়ে হিস্ট্রি চেক করার জন্য আধার আপডেট হিস্ট্রিতে ক্লিক করুন ৷ এখানে ডেমোগ্রাফিক নাম, ঠিকানা, লিঙ্গ, ইমেল আইডি, মোবাইল নম্বর ও বায়োমেট্রিক সামিল রয়েছে ৷ ব্যবহারকারীদের আধার নম্বর বা ভার্চুয়াল আইডি ও সিকিউরিটি ক্যাপচা ফিলআপ করতে হবে ৷ এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর একটি ওটিপি আসবে ৷ ওটিপি ওয়েবাসাইটে দিতে আপনি হিস্ট্রি দেখতে পারবেন ৷
#AadhaarTutorials You can get details of all biometric or demographic authentications done by you in last 6 months by using the Aadhaar Authentication History service: https://t.co/xafQdRuR9g or your #mAadhaar app. To know more, watch the Tutorial: https://t.co/GIeqH9pEuR pic.twitter.com/y69Risr0xB
— Aadhaar (@UIDAI) August 6, 2020
অনলাইনে সহজেই আধার কার্ডে দেওয়া ঠিকানা বা ছবি বদলাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card