#নয়াদিল্লি: আপনি কী রঙিন ভোটার আইডি কার্ড (color voter ID Card) তৈরি করতে চান ? এখন খুব সহজেই আপনি আপনার এই ইচ্ছে পূরণ করতে পারবেন ৷ নির্বাচন কমিশনের তরফে রঙিন ও প্লাস্টিক ভোটার আইডি কার্ড জারি করা হচ্ছে ৷ এখন বাড়িতে বসেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷ কার্ডটি সাইজেও ছোট হয় এবং এর প্রিন্টিং কোয়ালিটি বেশি ভাল হয় ৷ এই কার্ড বানানোর জন্য মাত্র ৩০ টাকা খরচ করতে হবে ৷ দেখে নিন কীভাবে বানাবেন রঙিন ভোটার আইকার্ড ৷
বাড়িতে বসে এই কার্ডের জন্য আবেদন করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে http://www.nvsp.in লগইন করতে হবে ৷ Age proof এর জন্য বার্থ সার্টিফিকেট, হাইস্কুলের মার্কশিট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ডের কপি আপলোড করতে হবে ৷ এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্কের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক, রেশন কার্ড, রেন্টের এগ্রিমেন্ট, বিদ্যুতের বিল, জলের বিল জমা দিতে হতে হবে ৷
কী কী করতে হবে-
১. নিজের রাজ্যের নির্বাচন কমিশেনর ওয়েবসাইটে যেতে হবে২. Registration color PVC Voter ID-তে ক্লিক করতে হবে
৩. আপনার কাছে যা তথ্য চাওয়া হবে সেগুলি ফিলআপ করে Submit করুন৪. আপনার দেওয়া তথ্য ভেরিফাই হওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে একটি কোড৫.এরপর আপনার নয়া ভোটার আইডি কার্ড পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে৬. এর জন্য ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারেসমস্ত তথ্য জমা দেওয়ার পর আপনার এলাকার Booth level officer আপনার বাড়ি এসে যাচাই করে যাবে ৷ আধিকারিক তাঁদের রিপোর্ট জমা দেওয়ার এক মাসের মধ্যে প্লাস্টিক ভোটার কার্ড আপনার বাড়ি পৌঁছে যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Color Voter ID Card