#নয়াদিল্লি: রেশন কার্ডের (Ration Card News) মাধ্যমে সরকার রাজ্যের গরিব পরিবারদের রেশন দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক জায়গায় রেশন কার্ড আইডি প্রুফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ৷ এলপিজি কানেকশন, ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্যেও রেশন কার্ডের দরকার পড়ে ৷ ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷ পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রেশন কার্ড হয় ৷ এছাড়া রেশন কার্ডে নয়া সদস্যের নামও যুক্ত করা যেতে পারে ৷
আরও পড়ুন: কম সুদে এডুকেশন লোন দিচ্ছে এই ৯টি সরকারি ব্যাঙ্কআপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা বিয়ে করে কোনও সদস্য এলে তাহলে তাদের নাম রেশন কার্ডে (Ration Card News) যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ স্টেপস ফলো করতে হবে ৷
নতুন সদস্যের যুক্ত করার জন্য কী করতে হবে ?
রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন অ্যাড্রেস আপডেট করতে হবে ৷ এরপর নতুন আধার কার্ডের ডিটেল শ্বশুরবাড়ির এলাকায় উপস্থিত খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে ৷
আরও পড়ুন: সবুজ সঙ্কেতে বাজার খুললেও কিছুক্ষণেই ভাঙন!অনলাইন ভেরিফিকেশনের পর নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন ৷ এখানে পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম সরিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে ৷
আরও পড়ুন: আজকে আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম ? জেনে নিন এখানে...এই ডকুমেন্টগুলির দরকার পড়বে -
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card