ভারতের বাজারে Maestro Edge 125 Stealth এডিশন লঞ্চ করার পর হিরো মটো কর্প বাজারে নিয়ে এল Pleasure Plus Platinum বাইক। সাধারণ প্লেজার প্লাসের তুলনায় এটির দাম সামান্য বেশি। দিল্লির শো রুমে এটির দাম নির্ধারিত হয়েছে ৬১ হাজার টাকা। সাধারণ মডেলের থেকে এটিতে রয়েছে অনেক বেসি ফিচার ও উন্নত মানের প্রযুক্তি। ম্যাট কালো রংহে এটি পাওয়া যাচ্ছে, ভিতরের দিকে এটির রং থাকছে খয়েরি।
এখানে থাকে একটি নতুন ফুয়েল ইন্ডিকেটর। দীর্ঘ সময় চালাচ্ছেন যিনি, তার জন্য সুবিধাজনক একটি সিট। রয়েছে ডুয়্যাল টোন সিট, প্ল্যাটিনাম ব্যাজিংয়ের সঙ্গে। এটিতে তেমন কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি। এটিতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। এই স্কুটারটির ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি এক্স সেনস প্রযুক্তি দ্বারা তৈরি। এতে অনেকটা জ্বালানি বাঁচবে বলে মনে করা হচ্ছে। এছাড়া রয়েছে ইনটেক এয়ার টেম্পারেচর সেন্সর যা সবসময়, সমস্ত ঋতুতে গাড়ি সহজে স্টার্ট দিতে সাহায্য করবে। হিরো মটো কর্পের পক্ষ থেকে নবীন চৌহান (সেলস হেড) জানিয়েছেন, নতুন প্লেজার ব্র্যান্ডটি ক্রেতার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। স্কুটারের জগতে এটি হিরো মটো কর্পের এক অন্যতম শ্রেষ্ট সৃষ্টি বলা যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike news