হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
শুরু হল Uber পরিষেবা! চালক ও যাত্রীদের মানতে হবে এই নিয়ম....

শুরু হল Uber পরিষেবা! চালক ও যাত্রীদের মানতে হবে এই নিয়ম....

উবেরের নতুন গাইডলাইনে কী কী রয়েছে ?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: শুরু হল Uber পরিষেবা ৷ করোনা ভাইরাসে প্রকোপ থেকে বাঁচতে যাত্রী ও চালকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি যাত্রী ও চালকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

উবেরের তরফে সোমবার জানানো হয়েছে অ্যাপে লগ ইন করার সময় চালককে মাস্ক পরে একটি সেলফি তুলতে হবে ৷ না হলে তিনি লগ ইন করতে পারবেন না ৷ মাস্ক পরার পাশাপাশি চালককে প্রমাণ দিতে হবে যে তিনি করোনা আক্রান্ত নয় এবং প্রত্যেক ট্রিপের পর গাড়ি স্যানিটাইজ করবেন ৷ পাশাপাশি নিয়মিত নিজের হাত পরিষ্কার রাখবেন ৷ এই নিয়ম পালন না করলে অ্যাপ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে ৷

উবেরের নতুন গাইডলাইনে কী কী রয়েছে ?

১. কোনও যাত্রী ক্যাব বুকিং করলে তার সামনে গাইডলাইনের নতুন পেজ খুলে যাবে ৷ যাত্রা করার সময় সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন সেই বিষয়ে টিপস দেওয়া রয়েছে ৷

২. যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ৷

৩. গাড়িতে বসার আগে হাত পরিষ্কার করতে হবে ৷

৪. গাড়িতে কেবল পিছনের সিটে বসা যাবে ৷

৫. চালক ছাড়া কেবল দু’জন যাত্রা করতে পারবেন ৷

৬. নিজের ব্যাগ নিজেকে ওঠাতে হবে ৷

৭. এসি ক্যাব ফ্রেস এয়ার মোডে ব্যবহার করা যাবে ৷

৮. এই সমস্ত নিয়মে রাজি হলেই কেবল রাইডার যাত্রা করতে পারবেন ৷

৯. ট্রিপ শুরু হওয়ার পর চালক বা যাত্রী কেউ যদি মাস্ক খুলে ফেলেন তাহলে অন্য জন্য নিজের সুরক্ষার জন্য ট্রিপ বাতিল করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: App Cab Service, Guidelines for Uber, Lockdown, Uber