#নয়াদিল্লি: জনপ্রিয় ব্রিটিশ ইলেক্ট্রিক বাইক নির্মাতা GoZero তার সাবব্রান্ড ExoLife সম্প্রতি অ্যান্টি পলিউশন মাস্ক লঞ্চ করার ঘোষণা করেছে ৷ এই অ্যান্টি পলিউশন মাস্ক ৩০ শতাংশ সফ্ট পলিস্টার ও ৭০ শতাংশ কটন দিয়ে তৈরি ৷ ধুলো, পলিউশন থেকে বাঁচানোর পাশাপাশি অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে ৷ এটা একটি মাল্টিপারপস ফেস মাস্ক ৷
এই মাস্ক ২৪ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করবে ৷ এবং ৫০ বার ধুয়ে পরা যেতে পারে ৷ সফ্ট ইলাস্টিক লুপ্স রয়েছে যা বেশি আরাম দিয়ে থাকে ৷
সংস্থার তরফে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে করোনার জেরে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মাস্ক পরা এখন বাধ্যতামূলক ৷ এই অ্যান্টি ডাস্ট মাস্ক পরার পরও সহজেই নিশ্বাস নেওয়া যাবে ৷
দুটি ExoLife মাস্ক প্যাকের দাম ২৪৯ টাকা আর ৫টির প্যাকের দাম ৩৪৯ টাকা ৷ এই মাস্ক Amazon,সংস্থার ওয়েবসাইটে ও অন্যান্য ই-কমার্স সাইটে পাওয়া যাবে ৷ Gozero স্টোরে এই মাস্ক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti Pollution Mask, Coronavirus, Covid ১৯, Gozero