#নয়াদিল্লি: প্রতিরক্ষা বিভাগের কর্মীদের জন্য বড় ছাড় ঘোষণা কেন্দ্র সরকারের ৷ (Enhanced Ordinary family Pension- EOFP) ফ্যামিলি পেনশনের জন্য ন্যূনতম যে সময়ের জন্য চাকরি করা বাধ্যতামূলক ছিল তা তুলে নিল ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সম্প্রতি এই বিষয়ে জানানো হয়েছে ৷
বর্তমানে প্রতিরক্ষা বিভাগের কর্মীদের EOFP লাগাতার ৭ বছর চাকরি করা বাধ্যতামূলক ছিল ৷ কিন্তু এবার সেই নিয়ম তুলে নেওয়া হচ্ছে ৷ আর্মড ফোর্সের কর্মীদের EOFP যেখানে লাস্ট স্যালারির ৫০ শতাংশ সেখানে Ordinary Family Pension (OFP) কর্মীদের সেটা ৩০ শতাংশ ৷
নতুন নিয়ম ১ অক্টোবর ২০১৯ থেকে লাগু করা হয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে চাকরি ছাড়ার পর রিটায়েরমেন্টর পর কর্মচারীর মৃত্যু হলে সেদিন থেকে ৭ বছর বা কর্মচারীর ৬৭ বছর হওয়া পর্যন্ত যেটা প্রথম হবে সেই অবধি EOFP দেওয়া হয়ে থাকে ৷
পাশাপাশি মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে ৭ বছর চাকরি হওয়ার আগেই মৃত্যু হয়ে থাকলে এবং তা ১ অক্টোবরের আগে ১০ বছরের মধ্যে হলে তার পরিবার এবার EOFP পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pension