হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ব্যাঙ্ক কর্মীদের জন্য বড় সুখবর! এবার থেকে হতে পারে সপ্তাহে ২ দিন ছুটি

ব্যাঙ্ক কর্মীদের জন্য বড় সুখবর! এবার থেকে হতে পারে সপ্তাহে ২ দিন ছুটি

এবার থেকে সপ্তাহে ৫দিন ব্যাঙ্ক খোলা থাকবে ৷ ছুটি থাকবে ২দিন ৷

  • Share this:

কলকাতা: এবার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সপ্তাহে কেবল ৫দিন কাজ করবে ৷ CNBC Awaz এর সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন সপ্তাহে ৫ দিন কাজের প্রস্তাব দিয়েছে ৷ অর্থ মন্ত্রক এই বিষয়ে ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে ৷

এর আগে সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নগুলি এই বিষয়ে সহমত প্রকাশ করেছে ৷ অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত দেশের প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মীদের জন্য নিয়ে এল বড় সুখবর ৷

আরও পড়ুন: কী অবস্থায় আছে পেনশন? EPFO পোর্টালে চেক করার পদ্ধতি জেনে নিন!

এবার থেকে সপ্তাহে ৫দিন ব্যাঙ্ক খোলা থাকবে ৷ ছুটি থাকবে ২দিন ৷ কর্মচারীদের এই দাবিতে অর্থমন্ত্রক কোনওরকমের আপত্তি জানায়নি ৷

ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন সপ্তাহে ২দিন ছুটির দাবিতে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ৷ প্রস্তাবে অনুযায়ী এবার কর্মীদের প্রতিদিন ৪০ মিনিট ব্যাঙ্কিং টাইম বাড়বে ৷

ওয়েজ বোর্ড রিভিশনের সঙ্গে নোটিফিকেশন জারি করা হতে পারে ৷ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন ২৫ অনুযায়ী নোটিফিকেশন জারি করা হতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bank Holidays