#কলকাতা: সোনার দাম বাড়ছে লাফিয়ে৷ সাধারণ মানুষের নাজেহাল অবস্থা সোনা কিনতে গিয়ে৷ একদিকে যখন সোনার দাম বাড়ছে হুহু করে, তখন পশ্চিমবঙ্গে বিপর্যয়ের মুখে স্বর্ণশিল্প৷ পুজোর মুখে কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশো স্বর্ণশিল্পী৷
স্বর্ণ ব্যবসায় মন্দার জেরে ৮৫টি কারখানায় কর্মহীন হয়ে পড়েছেন ৩৫০ স্বর্ণশিল্পী৷ স্বর্ণ ব্যবসায় মন্দা অসম ও উত্তরবঙ্গে৷ ব্যাপক ধুঁকছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার স্বর্ণ শিল্পীরাও৷ ফলে উদ্বিগ্ন রাজ্যের স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীরা৷
স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, জিএসটি, নোটবন্দি, বাড়তি শুল্ক বৃদ্ধির ধাক্কাতেই এই অবস্থা৷ সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা বউবাজারের বিপর্যয়৷ যার জেরে স্বর্ণশিল্পীদের করুণ অবস্থা৷
আরও ভিডিও: ভেজাল সোনা সহ গ্রেফতার দম্পতি