#নয়াদিল্লি: দেশে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে! এই খবর আসতেই দেশের আর্থিক অবস্থা বেশ কিছুটা চাঙ্গা হবে বলে অনুমান করা হচ্ছে ৷ এর জেরে সোনার দামেও ভারী পতন দেখা গিয়েছে ৷ সোমবার গত ৫ মাসের তুলনায় সোনার দাম রয়েছে সবচেয়ে কম ৷ করোনার সময় যে আর্থিক অনিশ্চয়তা দেখা গিয়েছিল তার জেরে মানুষ সোনায় ইনভেস্ট করতে শুরু করেছিল ৷ তবে এখন আবার সোনা থেকে টাকা তুলে শেয়ার বাজারে ইনভেস্ট করছে ৷ এর জেরে সোনার দাম অনেকটাই কমে গিয়েছে ৷
ভ্যাকসিন আসার সম্ভাবনায় বিশ্বজুড়ে শেয়ার বাজার ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে ৷ সোমবার সোনার দাম ০.৮ শতাংশ কমে ১৭৭৪.০১ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ ২ জুলাইয়ের (১৭৬৪.২৯ ডলার প্রতি আউন্স) পর এদিন সোনার দাম ছিল সবচেয়ে কম ৷
মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন ভ্যাকসিন আসার পর শেয়ার বাজার চাঙ্গা হতে পারে ৷ তাই ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে জেনে সবাই সোনা থেকে টাকা তুলে শেয়ার বাজারে লাগাচ্ছে ৷
সোনার পাশাপাশি রুপোর দাম ১.৬ শতাংশ পড়ে ২২.৩৪ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ প্ল্যাটিনাম ১.৩ শতাংশ বেড়ে ৯৭৫.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷ অন্যদিকে প্যালেডিয়াম ০.৭ শতাংশ পড়ে গিয়ে $ ২৪০৭.৫১ হয়ে গিয়েছে ৷