#নয়াদিল্লি: করোনা সঙ্কটের মধ্যে সুরক্ষিত ইনভেস্টমেন্টের জন্য বহ মানুষ সোনায় বেশি করে টাকা ইনভেস্ট করেছেন ৷ এর জেরে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনার ৷ সম্প্রতি করোনা ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনার খবর আসতেই টাকার মূল্য বাড়তে শুরু করেছে এবং শেয়ার বাজারও উর্ধ্বমুখী হতে শুরু করেছে ৷ এর জেরে এবার ইনভেস্টররা সোনা থেকে টাকা তুলে অন্যান্য বিকল্পে ইনভেস্ট করতে শুরু করেছে ৷ ফলে সোনা ও রুপোর দাম অনেকটাই কমে গিয়েছে ৷ আপাতত সোনা ও রুপোর দাম বৃদ্ধির খুব একটা সম্ভাবনা নেই ৷ মনে করা হচ্ছে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সোনার দাম ১০ গ্রামে ৪২০০০ টাকার আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে ৷ রুপোর দামে পতন ট্রেন্ড জারি রয়েছে ৷
অগাস্ট মাসে সোনার দাম সবচেয়ে বেশি ছিল ৷ সোনার দাম ৭ অগাস্ট প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল ৷ শুক্রবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৪৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৪৮,১৪২ টাকা হয়েছে ৷ এই হিসেবে ১০ গ্রামে অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত ৮,০৫৮ টাকা কমেছে৷ ১০ অগাস্ট রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৭৮,২৫৬ টাকা হয়েছিল ৷ শুক্রবার ২৮ নভেম্বর প্রতি কিলোগ্রামে দাম হয়েছে ৫৯,২৫০ টাকা ৷ এই হিসেবে রুপোর দাম কমেছে ১৯০০০ টাকা ৷
গত কয়েকদিনে সোনা-রুপোতে লাগাতার পতন দেখা যাচ্ছে ৷ আগামী দিনেও সোনা ও রুপোর দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ উৎসবের মরশুম শেষ হওয়ার পর থেকে বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে ৷ ফেব্রুয়ারি মাস পর্যন্ত সোনায় ভারী পতন দেখা যেতে পারে ৷ কেন্দ্র সরকারের তরফে সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের প্রায় ৪০ কোটি ডোজ কেনার কথাবার্তা চলছে ৷ অনুমান করা হচ্ছে অন্যান্য কর্মীরাও ভ্যাকসিন তৈরির কাজ করছে ৷ এর জেরে বাজারে স্থিরতা আসবে এবং মানুষ অন্যান্য বিকল্পে ইনভেস্ট করবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Prices