#নয়াদিল্লি: ফের বাড়তে শুরু করে দিয়েছে সোনা ও রুপোর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন ডিসেম্বর ডেলিভারির সোনার দাম ০.১১ শতাংশ বেড়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২৬ শতাংশ কমে ট্রেড করছে ৷
আরও পড়ুন: গ্রাহকদের সরাসরি ৬ লক্ষ টাকার সুবিধা দিয়ে থাকে PNB, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....
বিশেষজ্ঞদের মতে দীপাবলিতে বিপুল বিক্রি হয়েছে সোনা ৷ উৎসবের মরশুমের পর এবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ এর জেরে সোনা ও রুপোর চাহিদা অনেকটাই বেড়েছে ৷ একবার ফের ধীরে ধীরে ৫০ হাজার টাকার দিকে এগোচ্ছে সোনার দাম ৷
আরও পড়ুন: ৪০,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৬ মাসে আয় করবেন ১০ লক্ষ টাকা!
দেখে নিন সোনার দাম (Gold Silver Price)
অক্টোবর ডেলিভারির সোনার দাম এদিন ০.১১ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৯,০৯৩ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২৬ শতাংশ কমে ৬৬,৪০৯ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷
এদিন বিভিন্ন শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটের দাম ৪৬,২৫০, ২৪ ক্যারেটের দাম ৫০,৪৫০ ৷মুম্বইতে ২২ ক্যারেটের দাম ৪৮,৩৬০, ২৪ ক্যারেটের দাম ৪৯,৩৬০ ৷দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৩০০, ২৪ ক্যারেটের দাম ৫২,৬৭০৷কলকাতাতে ২২ ক্যারেটের দাম ৪৮,৭৫০, ২৪ ক্যারেটের দাম ৫১,৪৫০৷বেঙ্গালুরুতে ২২ ক্যারেটের দাম ৪৫,৯০০ , ২৪ ক্যারেটের দাম ৫০, ০৭০৷
বাড়িতে বসে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই জানতে পারবেন সোনার লেটেস্ট দাম (Gold Price ) ৷ মিসড কল দেওয়ার পর আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসায় নামতে চান? এই ব্যবসায় পা রাখলে প্রথম মাস থেকেই ১ লক্ষ টাকার বেশি আয় করা যায়!
চেক করে নিন সোনার শুদ্ধতা-
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে লঞ্চ করা হয়েছে ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও জানাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold and Silver Price