#নয়াদিল্লি: মঙ্গলবার দাম কমল সোনার ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২৯ শতাংশ কমেছে ৷ রুপোর দাম অবশ্য সামান্য বেড়েছে ৷ রুপোর দাম ০.৪৫ শতাংশ বেড়েছে ৷ এমসিএক্সে রুপোর দাম ২২৫ টাকা বেড়ে ৬৮৬৩৫ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷
মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১৩৯ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৪৭২৫৪ টাকা হয়েছে ৷ Goodsreturns.in অনুযায়ী, ২৪ ক্যারেট গোল্ডের ১০ গ্রামের দাম এদিন রাজধানীতে ৫০৬৩০ টাকা ৷ চেন্নাইয়ে ৪৯০৪০ টাকা, মুম্বই ৪৬০৮০ টাকা, কলকাতা ৪৯৬১০ টাকা, হায়দরাবাদ ৪৮৬১০ টাকা, বেঙ্গালুরু ৪৮৬১০ টাকা প্রতি ১০ গ্রামের লেভেলে ট্রেড করছে ৷
২২ ক্যারেট গোল্ডের দাম রাজধানী দিল্লিতে ১০ গ্রামের দাম ৪৬৪১০ টাকা ৷ চেন্নাইয়ে ৪৪৯৬০ টাকা, মুম্বইয়ে ৪৫০৮০ টাকা, কলকাতা ৪৬৯১০ টাকা, বেঙ্গালুরু ৪৪১৫০ টাকা, হায়দরাবাদ ৪৪১৫০ টাকা ৷
করোনার জেরে ফের একবার ইনভেস্টররা সোনায় বিনিয়োগ করতে শুরু করেছে ৷ আর্থিক বছর ২০২০-২১ সোনার আমদানি ২২.৫৮ শতাংশ বেড়ে ৩৪.৬ আরব ডলার বা ২.৫৪ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ৷ গত আর্থিক বছর রুপোর আমদানি ৭১ শতাংশ কমে ৭৯.১ কোটি ডলার হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Price, Silver price