#নয়াদিল্লি: ফার্মা সংস্থা Glenmark Pharmaceuticals এর তরফে শনিবার জানানো হয়েছে যে তারা অ্যান্টিভাইরাল ড্রাগ Favipiravir লঞ্চ করে দিয়েছে ৷ সংস্থার তরফে এই ওষুধের নাম FabiFlu রাখা হয়েছে ৷ যাদের শরীরে করোনা ভাইরাসের সামান্য সংক্রমণ রয়েছে তারা এই ওষুধ ব্যবহার করতে পারবেন ৷ প্রত্যেক ট্যাবলেটের দাম ১০৩ টাকা ৷ গ্লেনমার্কের তরফে জানানো হয়েছে ২০০ mg-এর ৩৪ ট্যাবলেটের একটি স্ট্রিপের দাম ৩৫০০ টাকা হবে ৷
করোনার চিকিৎসার জন্য FabiFlu-কে অনুমতি দেওয়া হয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে প্রথম দিন এই ওষুধ ১৮০০ mg দু’বারে ব্যবহার করা যেতে পারে ৷ এরপর আগামী ১৪ দিন ৮০০ mg ডোজ দিনে দু’বার করে দেওয়া হবে ৷
হাসপাতাল ও রিটেল চেনের মাধ্যমে এই ওষুধ পাওয়া যাবে ৷ শুক্রবারই DCGI ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে ওষুধটির ম্যানুফ্যাকচারিং ও উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে ৷
গ্লেনমার্ক সংস্থার তরফে জানানো হয়েছে, এই ওষুধের জন্য অনুমতি তখন মিলেছে যখন দেশে হু হু করে বেড়েই চলেছে সংক্রমণ ৷ তাঁদের বিশ্বাস FabiFlu এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti Viral Drugs, Corona Virus, Glenmark Pharmaceuticals