হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
করোনার ওষুধ তৈরি করে ফেলেছে বলে দাবি সংস্থার, প্রতি ট্যাবলেটের দাম ১০৩ টাকা

করোনার ওষুধ তৈরি করে ফেলেছে বলে দাবি সংস্থার, প্রতি ট্যাবলেটের দাম ১০৩ টাকা

গ্লেনমার্কের তরফে জানানো হয়েছে ২০০ mg-এর ৩৪ ট্যাবলেটের একটি স্ট্রিপের দাম ৩৫০০ টাকা হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ফার্মা সংস্থা Glenmark Pharmaceuticals এর তরফে শনিবার জানানো হয়েছে যে তারা অ্যান্টিভাইরাল ড্রাগ Favipiravir লঞ্চ করে দিয়েছে ৷ সংস্থার তরফে এই ওষুধের নাম FabiFlu রাখা হয়েছে ৷ যাদের শরীরে করোনা ভাইরাসের সামান্য সংক্রমণ রয়েছে তারা এই ওষুধ ব্যবহার করতে পারবেন ৷ প্রত্যেক ট্যাবলেটের দাম ১০৩ টাকা ৷ গ্লেনমার্কের তরফে জানানো হয়েছে ২০০ mg-এর ৩৪ ট্যাবলেটের একটি স্ট্রিপের দাম ৩৫০০ টাকা হবে ৷

করোনার চিকিৎসার জন্য FabiFlu-কে অনুমতি দেওয়া হয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে প্রথম দিন এই ওষুধ ১৮০০ mg দু’বারে ব্যবহার করা যেতে পারে ৷ এরপর আগামী ১৪ দিন ৮০০ mg ডোজ দিনে দু’বার করে দেওয়া হবে ৷

হাসপাতাল ও রিটেল চেনের মাধ্যমে এই ওষুধ পাওয়া যাবে ৷ শুক্রবারই DCGI ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে ওষুধটির ম্যানুফ্যাকচারিং ও উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে ৷

গ্লেনমার্ক সংস্থার তরফে জানানো হয়েছে, এই ওষুধের জন্য অনুমতি তখন মিলেছে যখন দেশে হু হু করে বেড়েই চলেছে সংক্রমণ ৷ তাঁদের বিশ্বাস FabiFlu এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Anti Viral Drugs, Corona Virus, Glenmark Pharmaceuticals