#নয়াদিল্লি: পোস্ট অফিসের (Post Office) বিভিন্ন যোজনায় আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলছে বাম্পার রিটার্ন ৷ এখানে টাকা ইনভেস্ট করলে তাতে সরকারি গ্যারেন্টি পাওয়া যায় ৷ পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে অল্প অল্প করে টাকা জমিয়ে বিপুল রিটার্ন পেতে পারবেন আপনিও ৷ এরকমই একটি স্কিম রয়েছে যার মাধ্যমে সহজেই ১৪ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ এর জন্য প্রতিদিন ৯৫ টাকা করে জমা করতে হবে ৷ এই বিশেষ স্কিমটির নাম পোস্ট অফিস গ্রাম সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (Gram Sumangal Rural Postal Life Insurance) ৷
>> এই পলিসি ১৫ থেকে ২০ বছরের জন্য করতে হবে
পলিসিতে কী কী সুবিধা মিলবে
১. ১৫ বছরের পলিসি- ৬ বছর, ৯ বছর ও ১২ বছরে ২০ শতাংশ ও ম্যাচিউরিটিতে অরিজিনাল বোনাসের সঙ্গে ৪০ শতাংশ দেওয়া হয়২. ২০ বছরের পলিসি- ৮ বছর, ১২ বছর ও ১৬ বছরে ২০ শতাংশ ও ম্যাচিউরিটিতে অরিজিনাল বোনাসের সঙ্গে ৪০ শতাংশ দেওয়া হয়
পোস্ট অফিসের এটি একটি এনডাউমেন্ট প্ল্যান ৷ এখানে মানি ব্যাকের পাশাপাশি ম্যাচিউরিটিতে এককালীন টাকা দেওয়া হয় ৷ রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স স্কিম ভারত সরকারের তরফে ১৯৯৫ সালে শুরু করা হয়েছিল ৷
কীভাবে মিলবে ১৪ লক্ষ টাকা ?
২৫ বছরের কোনও ব্যক্তি ৭ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ডের সঙ্গে একটি পলিসি কিনল ৷ তাহলে তাঁর বার্ষিক প্রিমিয়াম হবে ৩২৭৩৫ টাকা ৷ ছ’মাসের হিসেবে ১৬৭১৫ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৮৪৪৯ টাকা হবে ৷ এই হিসেবে ওই ব্যক্তিকে মাসে ২৮৫৩ টাকা দিতে হবে ৷ অর্থাৎ প্রতিদিন ৯৫ টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হবে ৷ এই পলিসি ২০ বছরের জন্য হয় ৷ ৮, ১২ ও ১৬ বছরে ২০-২০ শতাংশ হিসেবে ১.৪-১.৪ লক্ষ টাকা মানি ব্যাক হিসেবে দেওয়া হবে ৷ এই স্কিমে প্রতি হাজার টাকায় প্রতি বছরে ৪৮ টাকা বোনাস দেওয়া হয় ৷ ৭ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ডের বোনাস এক বছরে ৩৩,৬০০ টাকা হয় ৷ ২০ বছরের জন্য এই টাকা ৬.৭২ লক্ষ টাকা হয় ৷ ২০-তম বছরে বাকি বাকি ২.৮ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷ সমস্ত টাকা এক সঙ্গে যোগ করলে আপনি মোট পেয়ে যাবেন ১৯.৭২ লক্ষ টাকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।