#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির লিবার্টি জেনারেল ইনস্যুরেন্স (Liberty General Insurance) ৷ এই সুবিধা কেবল তারাই পাবেন যারা ফ্লিপকার্টর মাধ্যমে বিমান টিকিট বুকিং করে থাকেন ৷ ফ্লিপকার্ট Liberty Secure Travel নামে একটি ইনস্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করেছে ৷ এর জেরে সেই সমস্ত গ্রাহকদের সুবিধা হবে যারা কোনও কারণের জেরে যাত্রা করতে পারবেন না এবং টিকিট বাতিল করতে হবে ৷ ফ্লিপকার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুকিং করলে একটি ন্যূনতম চার্জের মাধ্যমে Zero Cancellation Offer এর সুবিধা মিলবে ৷ লিবার্টির এই নতুন প্রোডাক্টে টিকিট বাতিল করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
এই পলিসি অনুযায়ী, যাত্রার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত গ্রাহকরা টিকিট বাতিল করতে পারবেন ৷ গ্রাহকদের লোকসানের ৫০০০ টাকা পর্যন্ত দেবে লিবার্টি ৷
এর জেরে এবার থেকে টিকিট বাতিল করার আগে রিফান্ডের চিন্তা করতে হবে না গ্রাহকদের ৷ এই পলিসিতে অধিকতম ৫০০০ টাকা পর্যন্ত যাত্রা বাতিল করার জন্য টাকা ফেরত মিলবে ৷ অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৷ ৩ মাসের বাচ্চা থেকে ৭০ বছরের ব্যক্তিরা এই পলিসির সুবিধা পাবেন ৷ আন্তর্দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রে এই পলিসির সুবিধা মিলবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Travel insurance