#মুম্বই: করোনার জেরে আর্থিক মন্দা যখন বিশ্বকে গ্রাস করছে, তখন একের পর এক বিনিয়োগ আসছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এ ৷ এ বার মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম জেনারেল অ্যাটলান্টিক রিলায়েন্স রিটেলে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের ০.৮৪ শতাংশ শেয়ার কিনছে মার্কিন সংস্থা ৷ সবমিলিয়ে মোট ৩৬৭৫ কোটি টাকা ঢালতে চলেছে জেনারেল অ্যাটলান্টিক ৷ এই নিয়ে একমাসের মধ্যে রিলায়েন্স রিটেলে তিনটি বড় বিনিয়োগের খবর পাওয়া গেল ৷
রিলায়েন্স রিটেল দেশজুড়ে প্রায় ৭০০০ শহরে ১২ হাজার দোকান নিয়ে ৬৪০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে ৷ বলা বাহুল্য, নতুন এই চুক্তিতে আরও বেশি সমৃদ্ধ হল রিলায়েন্স রিটেল ৷ এর আগে রিলায়েন্স রিটেলে লগ্নি করেছিল আরেক মার্কিন বিনিয়োগকারী সংস্থা KKR & Co ৷ ৫ হাজার ৫৫০ কোটি টাকা তারা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল রিলায়েন্স রিটেল-এ ৷ রিলায়েন্স রিটেল-এর ১.২৮ শতাংশ শেয়ার কেনার কথা ঘোষণা করেছিল KKR & Co ৷
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্স রিটেল-এ বিনিয়োগ মূল্য বেড়ে হল ৪.২৮ লক্ষ কোটি টাকা (প্রি-মানি ইক্যুইটি ভ্যালু)৷ আগের দুই ডিলে যার পরিমাণ ছিল ৪.২১ লক্ষ কোটি টাকা ৷
জেনারেল অ্যাটলান্টিক ও কেকেআরের আগে গত ৯ সেপ্টেম্বর সিলভার লেক পার্টনার্স ঘোষণা করে, তারা রিলায়েন্স রিটেলে ৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে৷ ১.৭৫ শতাংশ শেয়ার কিনবে তারা৷
তেল থেকে টেলিকম-- দেশের গর্ব তথা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর রিটেল ব্যবসা দ্রুত এগিয়ে চলছে৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ালমার্টের ফ্লিপকার্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স ৷ গত মে মাসে রিলায়েন্স অনলাইন গ্রসারি পরিষেবা JioMart লঞ্চ করে৷ এই মুহূর্তে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় রিটেল সংস্থা ৷
আরআরভিএল-এর শাখা সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড সংগঠিত খুচরো ক্ষেত্রে ভারতের বৃহত্তম, দ্রুততম হারে বর্দ্ধিত এবং সবথেকে মুনাফাজনক সংস্থা। সুপারমার্কেট থেকে শুরু করে কনজিউমর ইলেকট্রনিক্স চেইন বিপণি, পাইকারি ব্যবসা, ফ্যাশন আউটলেট এবং অনলাইন মুদিখানা বিপণি জিওমার্ট পরিচালনা করে তারা। দেশের প্রায় ৭,০০০ শহরে তাদের ১২,০০০-এর কাছাকাছি বিপণি রয়েছে। ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসা কিনে নেওয়ার পরে ভারতের সংগঠিত খুচরো ব্যবসা ক্ষেত্রের এক-তৃতীয়াংশ মুকেশ আম্বানির দখলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: General Atlantic, Reliance Retail