#নয়াদিল্লি: লকডাউন হোক কিংবা আনলক ৷ ভারতে জ্বালানির দাম কমার কোনও লক্ষণই নেই ৷ উল্টে প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ আজ, বৃহস্পতিবার ধরলে এই নিয়ে দেশে টানা ১৯ দিন বাড়ল তেলের দাম ৷ Indian Oil Corp (IOC) চেয়ারম্যান সঞ্জীব সিং জানিয়েছেন, ভবিষ্যতে আরও দামি হবে তেল ৷
বিপুল কর চাপাতেই বাড়ছে তেলের দাম ৷ করে সমতা না আসা পর্যন্ত দাম বৃদ্ধির আশঙ্কা ৷ বৃহস্পতিবারও রাজধানীতে দামি ডিজেল ৷ পেট্রোলের তুলনায় ডিজেলের এখনও দাম বেশি দিল্লিতে ৷ রাজধানীতে ডিজেলের উপর বিপুল বিক্রয়কর লাগু হয়েছে ৷ লকডাউনে বিক্রয়কর চাপানো হয় তেলে ৷ বিক্রয়করের জেরেই ডিজেলের দাম চড়া দিল্লিতে ৷ করোনা ভাইরাসের এই সংকটের সময় গোটা দেশেই পেট্রোল আর ডিজেলের দামে রীতিমত নাভিশ্বাস ওঠার মত অবস্থা হয়েছে সাধারণ মানুষের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।