#নয়াদিল্লি: দারুণ সুখবর! বিনামূল্যে এলপিজি সংযোগের (Free LPG Connection) সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই সুবিধাটি নিতে ঘরে বসেই আবেদন করা যাবে। এই প্রকল্পের আওতায় ১ কোটি গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (FM nirmala sitharaman)। জুন মাসে সরকার এই প্রকল্প শুরু করতে পারে (Pradhan Mantri Ujjwala Yojana)। জেনে নিন কীভাবে এই সুবিধা পাবেন আপনি৷
অনলাইনে কীভাবে আবেদন করবেন ..
এই ফর্মটি আপনার নিকটতম এলপিজি সংস্থায় জমা দিতে হবে। এর সঙ্গে আধার কার্ড, স্থানীয় ঠিকানার প্রমাণ, বিপিএল রেশন কার্ড (BPL Ration Card) এবং ফটো ইত্যাদির সমস্ত নথি সরবরাহ করতে হবে৷ এই নথিগুলি যাচাই করার পরে, আপনি এলপিজি গ্যাস সংযোগ পাবেন।
কারা আবেদন করতে পারেন->> এর জন্য ভারতের নাগরিক হওয়া প্রয়োজন(Indian Nationality)।>> আপনার বয়স ১৮ বছরের বেশি হওয়া উচিত।>> দারিদ্র্যসীমার নিচে হওয়া উচিত, অর্থাৎ বিপিএল ক্যাটাগরি (BPL)।>> পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন, যাদের গ্যাস সংযোগ নেই।>> ইতিমধ্যে এই জাতীয় কোনও প্রকল্পের সুবিধা যারা নিচ্ছেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG Gas Cylinder