#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের এক দেশে এর রেশন কার্ড যোজনায় শনিবার আরও ৪টি নতুন রাজ্য যোগ হল ৷ কেন্দ্রীয় খাদ্য মন্ত্রী রাম বিলাস পাসওয়ান জানিয়েছেন, আজ অর্থাৎ ১ অগাস্ট থেকে মণিপুর, নাগাল্যান্ড, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ড এই যোজনার সঙ্গে যুক্ত হল ৷ এর ফলে বর্তমানে ২৪টি রাজ্যের মধ্যে রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা মিলবে ৷ তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা নিয়ম অনুযায়ী, এই ২৪টি রাজ্যের ৬৫ কোটির বেশি মানুষ এই যোজনার মাধ্যমে ২৪টি রাজ্যের যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷
রেশন কার্ড পোর্টাবিলিটি অনেকটা মোবাইল নম্বর পোর্টাবিলিটির মতো কাজ করে থাকে ৷ মোবাইল নম্বর পোর্ট করলে আপনার নম্বর বদল হয় না কিন্তু দেশের যে কোনও প্রান্তে এই নম্বর আপনি ব্যবহার করতে পারবেন ৷ একই ভাবে রেশন কার্ড পোর্টাবিলিটিতে রেশন কার্ড বদল করা হয় না ৷ কাজের জন্য অন্য রাজ্যে গেলে সেখানে গিয়েও আপনি রেশন তুলতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড করানোর প্রয়োজন পড়বে না ৷ অর্থাৎ আপনার পুরনো কার্ডেই এই সুবিধা পাবেন ৷
प्रधानमंत्री @narendramodi जी के कुशल नेतृत्व में मोदी2.0 सरकार की महत्वाकांक्षी #वन_नेशन_वन_राशनकार्ड योजना में आज 4 और राज्य मणिपुर, नागालैंड, जम्मू-कश्मीर और उत्तराखंड जुड़ गये हैं और अब कुल 24 राज्यों के बीच राशन कार्ड पोर्टेबिलिटी की सुविधा उपलब्ध हो गई है। 1/3 @fooddeptgoi pic.twitter.com/mnAexx1raV
— Ram Vilas Paswan (@irvpaswan) August 1, 2020
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 'আমরা এক দেশ, এক রেশন কার্ড আনার পরিকল্পনা করছি৷ যে সব গরিব পরিবারের লোকেরা কাজের জন্য বা নানা প্রয়োজনে নিজের গ্রাম বা শহর ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁরা সবচেয়ে বেশি লাভবান হবেন এক দেশ, এক রেশন কার্ড চালু হলে৷ একটাই রেশন কার্ড হবে গোটা দেশের জন্য৷' বেশ কিছু রাজ্য এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কাজ জোর কদমে চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: One Nation One Ration Card, RamVilas Paswan, Ration card Portability