#নয়াদিল্লি: অনেক সময়ই দেখা গিয়েছে যে বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে ৷ কিন্তু বাড়িতে ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে ৷ স্বাভাবিক ভাবেই তখন প্রশ্ন ওঠে যে বাড়িতে ভর্তি গ্যাস সিলিন্ডার কতদিন পর্যন্ত রাখা যেতে পারে ৷ এবং এত দীর্ঘ সময় পর্যন্ত গ্যাস রাখলে কোনও বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা ৷
ভর্তি এলপিজি সিলিন্ডার রাখলে চিন্তার কোনও কারণ নেই ৷ কেবল কিছু সর্তকতা বিধি মেনে চলতে হবে ৷ ভর্তি সিলিন্ডারের আয়ু বেশি হয়ে থাকে ৷ এবং দীর্ঘ সময় পর্যন্ত তা সুরক্ষিত থাকে ৷ তবে গ্যাসোলিন ও ডিজেল ফুয়েল লম্বা সময় পর্যন্ত রাখতে পারবেন না ৷
কত সময় পর্যন্ত ভর্তি সিলিন্ডার রাখা যেতে পারে ?
দীর্ঘ সময় পর্যন্ত সিলিন্ডার রাখতে হলে কী করবেন? এর জন্য রেগুলেটর খুলে উপরে ক্যাপের সিল লাগিয়ে শুকনো জায়গায় রাখতে হবে ৷ তাহলে গ্যাস সুরক্ষিত থাকবে ৷ আগুন বা জল থেকে দূরে রাখবেন গ্যাস ৷