#নয়াদিল্লি: ব্যাঙ্ক এখন বড়দের পাশাপাশি নাবালক/নাবালিকাদের নামেও সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা রেয়েছে ৷ এই অ্যাকাউন্টে বাচ্চাদের ভবিষ্যতের জন্য সেভিংস করতে পারবেন ৷ বাচ্চাদের অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হল অল্প অল্প করে বড় অঙ্কের টাকা জমানো সম্ভব হয় ৷ পাশাপাশি বাচ্চাদের আর্থিক বিষয়ে শৃঙ্খলা বিকাশের জন্য ব্যাঙ্ক অ্যকাউন্ট খোলা ভাল বিকল্প ৷ স্টেট ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলার জন্য ৪ টি সহজ স্টেপ ফলো করতে হবে ৷
স্টেট ব্যাঙ্কে বাচ্চাদের জন্য দু’ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ৷ এর মধ্যে ‘পহেলা কদম’ ১০ বছরের কম বাচ্চাদের জন্য হয় ৷ অন্যদিকে, ‘পহেলি উড়ান’ অ্যাকাউন্ট ১০ বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য খোলা যাবে ৷ ‘পহেলা কদম’-এ বাবা-মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খুলতে পারবেন ৷ ‘পহেলি উড়ান’ অ্যাকাউন্টে বাচ্চার নামেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ দুটি অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ এই অ্যাকাউন্টে অধিকতম ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন ৷
বাচ্চার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলার ৪টি স্টেপস
>>এর জন্য প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে sbi.co.in গিয়ে পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে ৷ এরপর অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করে সেভিংস অ্যাকাউন্ট অফ মাইনর্সের বিকল্প সিলেক্ট করতে হবে ৷
>>এরপর অ্যাপ্লাই নাও-এ ক্লিক করুন ৷ ডিজিটাল ও ইনস্টা সেভিংস অ্যাকাউন্টের একটি পপ-আপ ফিচার্স দেখা যাবে ৷ এটা বন্ধ করে দিন ৷
>>এরপর SBI YONO ওয়েবসাইট ওপেন হবে ৷ এখানে ওপেন এ ডিজিটাল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ৷
>>একবার ফের অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এবং তথ্য জমা দিতে হবে ৷ ব্যাঙ্কের কর্মচারী ভেরিফাই করার জন্য আপনার বাড়িতে আসবে ৷ এরপর আপনার সন্তানের অ্যাকাউন্ট খুলে যাবে ৷ এই দুটি অ্যাকাউন্ট অফলাইনেও খোলা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Bank Of India