#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কৃষকদের সুবিধার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে একাধিক যোজনা চালানো হয়ে থাকে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এমনই একটি যোজনা ৷ এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফে ২০০০ টাকা ট্রান্সফার করা হবে ৷ তবে এবারের কিস্তির টাকা বিপুল সংখ্যাক কৃষক পাবেন না ৷ এর মূল কারণ হচ্ছে ই-কেওয়াইসি ৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, পিএম কিষানের টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
আরও পড়ুন: আজ ফের বাড়ল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের দাম আজ কত হল....
কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি করার জন্য সময় সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে ২০২২ করে দেওয়া হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে জারি হওয়া নোটিস অনুযায়ী, পিএম কিষানের সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি-র সময় সীমা বাড়িয়ে ৩১ মে ২০২২ করা হয়েছে ৷
আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করেন ? গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত দরকারি
কী এই কেওয়াইসি ?
গত বছর সরকার জানিয়েছিল কৃষকরা আগামী কিস্তি তখনই পাবেন যখন ই-কেওয়াইসি করা থাকবে ৷ ই-কেওয়াইসি ছাড়া মিলবে না কোনও কিস্তি ৷
পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকার অপেক্ষা করছেন ? তাহেল আর দেরি না করে শীঘ্রই সেরে নিন এই ৫টি স্টেপস ৷ করে নিন ই-কেওয়াইসি ৷ যোজনার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ ই-কেওয়াইসি না করালে আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ ই-কেওয়াইসি আধার কার্ড ও সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে ৷ ই-কেওয়াইসি করার ৫টি স্টেপস দেখে নিন-
আরও পড়ুন: ফের আকাশছোঁয়া অশোধিত তেলের দাম , দেখে নিন কত টাকা বাড়ল পেট্রোলের দাম....
১. প্রথমেই পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে ফার্মাস কর্নারে গিয়ে ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক হবে
৩. এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে
৪. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৫. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ক্লিক করতেই আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে
আপনি কী আগামী কিস্তির টাকা পাবেন ? আপনার নাম কী রয়েছে পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন এই ভাবে
কিষান সম্মান নিধির ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে |
এরপর ফামার্স কর্নারের অপশনে গিয়ে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে ৷ |
নতুন পেজে আপনার রাজ্যের নাম, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে ৷ |
এবার নিজের আধার নম্বর দিয়ে রেকর্ড চেক করতে পারবেন ৷ |
সমস্ত তথ্য দিয়ে get report এ ক্লিক করতে হবে ৷ |
এবার আপনার সামনে পিএম কিষানের সুবিধাভোগীদের লিস্ট খুলে যাবে ৷ |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।