#নয়াদিল্লি: করোনার জেরে দেশজুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাতে বেশিরভাগ মানুষ বাড়ির বাইরে খুব দরকার ছাড়া বেরোচ্ছেন না ৷ বেশির ভাগ পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিস বা রেশন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিনছেন ৷ গ্রাহকদরে সুরক্ষার কথা মাথায় রেখে এবার ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট মদের হোম ডেলিভারি শুরু করতে চলেছে ৷ আপাতত কেবল দুই রাজ্যে এই পরিষেবা চালু করা হবে ৷
প্রথমে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মদের হোম ডেলিভারি চালু করতে চলেছে ফ্লিপকার্ট ৷ ফ্লিপকার্ট ও স্টার্টআপ ডিয়াজিও-র তরফে জানানো হয়েছে এবার নিজেদের পছন্দের মদের অর্ডার দেওয়া যাবে ফ্লিপকার্টের মাধ্যমে ৷ এরপর হিপ বার রিটেল আউটলেট থেকে নিয়ে হোম ডেলিভারি করবে ৷ হিপ বারে ডিয়াজিও-র ২৬ শতাশ অংশীদারিত্ব রয়েছে ৷ ফ্লিপকার্ট ভারতীয় অ্যালকোহল হোম ডেলিভারি মোবাইল অ্যাপ্লিকেশন ডিয়াজিও-র সঙ্গে মিলে এই পরিষেবা চালু করতে চলেছে ৷
ইতিমধ্যেই একাধিক রাজ্যে অনলাইন মদের ডেলিভারি চালু হয়ে গিয়েছে ৷ পশ্চিমবঙ্গে অনলাইন মদের ডেলিভারির অনুমতি পেয়ে গিয়েছে আমাজন ৷ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Swiggy ও Zomato ইতিমধ্যেই ঝাড়খণ্ড ও ওড়িশায় মদের হোম ডেলিভারি চালু হয়ে গিয়েছে ৷