#নয়াদিল্লি: গত এক বছরে রিজার্ভ ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোয় তার প্রভাব ফিক্সড ডিপোজিটের সুদের হারেও পড়েছে ৷ প্রবীণ নাগরিক থেকে সাধারণ মানুষ সকলের জন্য ইনভেস্ট করার জন্য ফিক্সড ডিপোজিটকে একটি জনপ্রিয় বিকল্প হিসেবে মানা হয় ৷
বর্তমানে যে ট্রেন্ড চলছে তাতে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এফডি-তে সুদের হার ৩ থেকে ৫.৪ শতাংশের মধ্যে রয়েছে ৷ তবে অবশ্যই সেটা এফডি-র টাকার উপরে এবং কত দিনের জন্য করা হয়েছে এরকম একাধিক ফ্যাক্টরের উপর নির্বর করে ৷ সাধারণত প্রবীণ নাগরিকরা এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷
তবে সুদ কমে যাওয়ায় এফডি-তে ইনভেস্ট বন্ধ করার কারণ হওয়া উচিৎ নয় ৷ ফিক্সড ডিপোজিটে সুনিশ্চিত সুদ পাওয়া যায় ৷ আর সবচেয়ে বড় বিষয় হল ব্যাঙ্ক এফডিতে লিক্যুইডিটি বেশি থাকে অর্থাৎ ক্যাশ দরকার পড়লে আপনি সহজেই তা পেয়ে যেতে পারেন ৷
জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ২ থেকে ৩ বছরের এফডি-তে বার্ষিক ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায় ৷ এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে নতুন সুদের হার ১৮ নভেম্বর থেকে লাগু করা হয়েছে ৷ সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও ৩ থেকে ৫ বছরের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদ মিলছে ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ১ থেকে ৩ বছরের এফডি-তে ৭ শতাংশ সুদ মিলবে ৷
এছাড়া ডিসিবি ব্যাঙ্কে অধিকতম ৬.৯৫ শতাংশ, আরবিএল ব্যাঙ্কে ৬.৯৫ শতাংশ, ইয়েস ব্যাঙ্ক ৬.৭৫ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাবে ৷