#নয়াদিল্লি: ফিনো পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (Fino Payments Bank Limited) বাচ্চাদের জন্য বিশেষ একটি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে ৷ ফিনো পেমেন্টস ব্যাঙ্ক ১০ থেকে ১৮ বছর নাবালিকদের জন্য ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে ৷ ন্যূনতম অ্যামাউন্টের টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ ব্যাঙ্ক এই মুহূর্তে ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে শুরু করেছে ৷ বাচ্চাদের দরকারের কথা মাথায় রেখেই এই অ্যাকাউন্ট লঞ্চ করা হয়েছে ৷ এই অ্যাকাউন্টে একাধিক সুবিধা মিলবে ৷
ফিনো পেমেন্টস ব্যাঙ্কের সিওও আশিষ আহুজা জানিয়েছেন, ভারতের শক্তি তার যুব সম্প্রদায় ৷ অন্যান্য স্কিলের পাশাপাশি ছোট থেকেই ব্যাঙ্কিং পরিষেবা সম্বন্ধে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আধার কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এছাড়া ছোট থেকে ভবিষ্যতের জন্য সঞ্চেয়ের প্রবণতা বাচ্চাদের মধ্যে তৈরি করতে সাহায্য করবে এই অ্যাকাউন্ট ৷
Bhavishya সেভিংস অ্যাকাউন্টে মিলবে একাধিক সুবিধা ৷ এখানে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার নেই ৷ এর সঙ্গে বিনামূল্যে মিলবে ডেবিট কার্ড ৷ কেবল এটিএম থেকে ক্যাশ তোলার ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা যাবে ৷
সুরক্ষার কথা মাথায় রেখে নাবালিকের একটি আলাদা মোবাইল নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ ১৮ বছর হতেই ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট রেগুলার সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড হয়ে যাবে ৷ এর জন্য আরও একবার কেওয়াইসি করাতে হবে ৷
একাধিক সরকারি স্কিমের সুবিধা নেওয়ার জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে ৷ এর মধ্যে Scholarship ও Direct Benefit Transfer সামিল রয়েছে ৷২০২১ এর শেষে ১ লক্ষ ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট খোলার লক্ষ্য রয়েছে ফিনো পেমেন্টস ব্যাঙ্কের ৷ ২০১১ সালের সেনসস অনুযায়ী, ভারতের জনসংখ্যার ২৫ কোটি ১০ থেকে ১৯ বছরের মধ্যে রয়েছে ৷ ২০২১ সালে সেটি আরও বেড়ে যাবে ৷ এর মধ্যে ৭০ শতাংশ গ্রামীণ এলাকায় থাকেন ৷